ঢাকা, মে ৮, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৪:৫৪:৩৬

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজন নিহত

| ৫ আষাঢ় ১৪২৪ | Monday, June 19, 2017

 

পুরোনো ছবি

রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আমেনা বেগম (৬৫), তাঁর পুত্রবধূ শিরিন আক্তার (৩০) ও শিরিনের মেয়ে আফরিন (৭)।

শিরিনের স্বামী বাচ্চু মিয়া হাসপাতালে এনটিভি অনলাইনকে জানান, তাঁদের বাসা ৭০/১২ পশ্চিম ইসলামবাগে। বাড়িটি সেমিপাকা দোতলা। সকালে বাসায় পরিবারের সাত-আটজন সদস্য ছিলেন। হঠাৎ তাঁরা দেখতে পান, ঘর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েছে। তখন সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

আহতদের উদ্ধার করতে গিয়ে বাচ্চু মিয়া ও গৃহকর্মী কুলসুম বেগম আহত হন।