ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২১:০৬:১৮

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

রাঙ্গামাটিতে জগদ্ধাত্রী পূজা’র মেলায় পৌরসভার কর ধার্য্য

| ১৯ কার্তিক ১৪২১ | Monday, November 3, 2014

জগদ্ধাত্রী মাতৃমন্দিরে দিন ব্যাপী জগদ্ধাত্রী মায়ের পূজা উপলক্ষে আয়োজিত মেলার উপর পৌর কর ধার্য্য করেছে রাঙ্গামাটি পৌরসভা

গত ০১ নভেম্বর জগদ্ধাত্রী পূজা কমিটির বরাবরে রাঙ্গামাটি পৌরসভার বাজার কর্মকর্তা কামাল তালুকদার স্বাক্ষরিত এক পত্রে ২০ হাজার ২৫০ টাকা পৌরকর দাবী করে এই পত্র প্রেরণ করেন। পত্র পেয়ে রাঙ্গামাটি জগদ্ধাত্রী মাতৃ মন্দির কমিটির নেতৃবৃন্দ হতাশা ব্যক্ত করেছেন

মন্দির কমিটির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে এই এলাকায় একটি মেলা বসে। এই মেলা বসার কারণে দুর দুরান্ত থেকে দর্শনার্থীরা পূজা আনন্দ যেমন গ্রহণ করে তেমনি মেলা ঘুরে আনন্দ উপভোগ করে। কিন্তু পৌর কর্তৃপক্ষ আমাদেরকে বার বার পত্র দিয়ে মেলা থেকে পৌরকর আদায়ের জন্য পত্র দিচ্ছে তা আমাদের বোধগম্য নয়

পূজা কমিটির নেতৃবৃন্দও সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা বলেন, গত ৩০ ৩১ অক্টোবর রাঙ্গামাটি রাজবন বিহারের ভিতরে যে মেলা অনুষ্ঠিত হয়েছে তাতে পৌরসভা কোন চিঠি দেয়নি পৌরকর চেয়ে

তাহলে আমরা হিন্দু বলে পৌরসভার মেয়র আমাদের কাছে পৌরকর চেয়ে চিঠি দিয়েছে। তারা বলেন, আগামীতে হয়তো পূজা করতে গেলেই পৌরসভার অনুমতি পৌরকর দিতে হবে। তা না হলে পৌরসভা আমাদেরকে পূজাও করতে দিবে না

রাঙ্গামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভূট্টো জানান, মুলত রাস্তার উপর মেলা করা থেকে বিরত থাকতে আমরা নিরুৎসাহিত করতে এই পত্র দেয়া হয়েছে। এছাড়া রাস্তায় যানবাহন চলাচল দারুন ভাবে ব্যাহত হচ্ছে

তিনি বলেন, এলাকার জনগন আমাদের যাত্রী ছাউনি ব্যবহার করতে পারছে না। তিনি বলেন আমরা মেলার করার বিপক্ষে নয়। তারা মেলাটাকে তাদের মন্দিরের ভিতরের সাইডে করুক আমাদের কোন আপত্তি থাকবে না

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৩০ ৩১ অক্টোবর রাঙ্গামাটি রাজবন বিহারে যে মেলা হয়েছে তা তাদের গন্ডির ভিতরে হয়েছে বলে আমরা কিছুই বলিনি। আমরা তাদের কাছে পৌরকর চাইনি। এছাড়া পূজা কমিটির অন্যতম সদস্য স্বপন মহাজন আমার সাথে রবিবার এসে দেখা করার কথা ছিলো। কিন্তু আমি ঢাকায় চলে আসার কারণে যোগাযোগ করা হয়নি। এটা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে