ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:৫৩:৪৮

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

রাউজানে নারীর শ্লীলতাহানি ও আহত হওয়ার ঘটনায় লম্পট জামালকে পাঁচ হাজার টাকা জরিমানা

| ১৩ ভাদ্র ১৪২২ | Friday, August 28, 2015

imgDir/mmpbhha.jpg

তথ্য ও ছবি-রাউজানবার্তা -রাউজানের ডাবুয়ার সুরঙ্গায় এক মহিলার শ্লীলতাহানির প্রচেষ্টার ঘটনায় অভিযুক্ত জামালের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় ও তাকে ইউনিয়ন পরিষদে বেত্রাঘাত করে ছেড়ে দেওয়া হয়েছে। রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের সুরঙ্গা এলাকার নিরঞ্জন নাথের স্ত্রী দুই সন্তানের জননী গীতা নাথ (৩০) গত ২৬ আগস্ট বুধবার দুপুর ১ টার সময় বাড়ির অদুরে স্বামী নিরঞ্জন নাথের আমন ধানের চাষাবাদের জমি থেকে আগাছা পরিস্কার করার সময়ে লম্পট জামাল উদ্দিন (২৫) গীতা নাথকে একা পেয়ে তার উপর ঝাপিয়ে পড়ে। তাকে জোরপূর্বক ধর্ষণের প্রচেষ্টা চালায়। এই সময়ে গীতা নাথ লম্পট জামাল উদ্দিনের সাথে ধস্তাধস্তি করার সময়ে জামাল উদ্দিনের হাতে থাকা ধারালো দা’এর আঘাতে গীতা নাথের হাতের ৪ টি আঙ্গুল কেটে যায়। গীতা নাথের শোরচিৎকারে এলাকার লোকজন দৌঁড়ে আসলে, লম্পট জামাল উদ্দিন পালিয়ে যায়। এই ঘটনার পর গীতা নাথের স্বামী নিরঞ্জন নাথ ও এলাকার লোকজন ঘটনার বিষয়ে প্রতিবাদ করলে লম্পট জামাল উদ্দিনের প্রতিবেশী সাবেক মেম্বার বি.এন.পি’র নেতা আবদুল ছত্তার, শামীম, হানিফ সহ শতাধিক লোকজন গত বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত সুরঙ্গা এলাকায় গিয়ে গীতা নাথ ও তার স্বামী নিরঞ্জন নাথ সহ এলাকাবাসীকে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে বলে গীতা নাথের স্বামী নিরঞ্জন নাথ অভিযোগ করেন। এই ঘটনার ব্যাপারে গীতা নাথ বাদী হয়ে ডাবুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী বরাবরে আবেদন করেন। গতকাল ২৮ আগস্ট শুক্রবার সকাল ১১ টার সময় এই ঘটনার ব্যাপারে ডাবুয়া ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে শালিসী বৈঠক হয়। বৈঠকে লম্পট জামাল উদ্দিনের পক্ষে সাবেক মেম্বার ও বি.এন পি নেতা আবদুল ছত্তার সহ শতাধিক লোক ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে উপস্থিত হয়। গীতা নাথের পক্ষে তার স্বামী নিরঞ্জন নাথ সহ শতাধিক লোক উপস্থিত হয়। শালিসী বৈঠকে ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী গীতা নাথের শ্লীলতাহানির ঘটনায় লম্পট জামাল উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। শালিসী বৈঠকে লম্পট জামাল উদ্দিনকে চৌকিদার দিয়ে পিঠিয়ে শাস্তি দেয়। এই ঘটনার পর শ্লীলতাহানির শিকার গীতা নাথ ও তার স্বামী নিরঞ্জন নাথ জরিমানার টাকা না নিয়ে ইউনিয়ন পরিষদ কার্য্যালয় থেকে চলে আসে। গীতা নাথের স্বামী নিরঞ্জন নাথ জানান, শালিসী বৈঠকে তারা বিচার পায় নি। শ্লীলতাহানি করা লম্পট জামালকে শাস্তির নামে চড় থাপ্পর দিয়ে বি.এন.পি নেতা সাবেক মেম্বার আবদুল ছত্তার সহ তার লোকজন দ্রুত বাড়ীতে নিয়ে যায়। ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী জানান, শালিসী বৈঠকে শ্লীলতাহানির জন্য লম্পট জামালকে পাঁচ হাজার টাকা জরিমানা ও চৌকিদার দিয়ে বেত্রাঘাত করে শাস্তি প্রদান করা হয়। এলাকার লোকজন জানান, লম্পট জামালের পক্ষে লোকজন সুরঙ্গা নাথ পাড়া এলাকার লোকজনকে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে আসছে। এই ব্যাপারে রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশের কাছে জানতে চাইলে, তিনি ঘটনার বিষয়ে কেউ রাউজান থানায় অভিযোগ করেনি বলে জানান। লম্পট জামাল উদ্দিন ডাবুয়া ইউনিয়নের হাছানখীল আরব নগর এলাকার ইউছুপের পুত্র বলে জানা যায়। এই ঘটনার ব্যাপারে রাউজানের ডাবুয়ার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।