ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:০৭:০৯

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

যৌন হয়রানির প্রতিবাদকারীদের ওপর পুলিশের হামলা তদন্তে কমিটি

| ২৮ বৈশাখ ১৪২২ | Monday, May 11, 2015

বিশেষ প্রতিনিধিপহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদকারীদের ওপর রোববার পুলিশের হামলার ঘটনা তদন্তে কমিটি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জয়েন্ট কমিশনার (লজিস্টিকস) ওয়াই এম বেলালুর রহমানকে প্রধান করে সোমবার তিন সদস্য বিশিষ্ঠ এই তদন্ত কমিটি করা হয়। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সমকালকে এ তথ্য জানান। প্রসঙ্গত, বর্ষবরণ উৎসবে নারীদের যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ছয় দফা দাবিতে পূর্বঘোষিত ‘ঢাকা মহানগর পুলিশ কমিশনারের’ কার্যালয় ঘেরাও কর্মসূচি রোববার লাঠিচার্জ করে পণ্ড করে দেয় পুলিশ। রোববার দুপুরে ছাত্র ইউনিয়নের শতাধিক নেতাকর্মী ‘পাল্টা আঘাত’ ব্যানারে ডিএমপি কার্যালয় ঘেরাও করতে যান। ওই সময় শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে পুলিশ তাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান থেকে পানি নিক্ষেপ করে। পুলিশের  লাঠিপেটা ও টিয়ারশেলে ছাত্র ইউনিয়নের ৩৪ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ছাত্রীও রয়েছেন। আহত ১৫ নেতাকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশের দাবি, মিছিলকারীদের হামলায় তাদের ছয় সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করলেও রাতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, নববর্ষের যৌন নিপীড়কদের ২৬ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেই নিপীড়কদের গ্রেফতারের দাবি জানাতে গিয়ে রোববার উল্টো পুরুষ পুলিশের হাতে আন্দোলনরত নারী কর্মীরা লাঞ্ছিত হয়েছেন। পুলিশ সদস্যরা নারী কর্মীদের চুলের মুঠি ধরে, ফুটপাতে ফেলে বুট দিয়ে লাথি দিয়েছে।