ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০২:৩৪:১৯

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

ময়মনসিংহে শান্তিপূর্ণভাবে উপনির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর : সিইসি

| ২৭ আষাঢ় ১৪২৩ | Monday, July 11, 2016

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ময়মনসিংহ-১ ও ৩ আসনে শান্তিপূর্ণভাবে উপনির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে।
ময়মনসিংহের দুইটি আসনে উপনির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার-ভিডিপি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, মো. শাহনেওয়াজ ও ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিদ্যমান পরিস্থিতিতে নাশকতার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘এটা নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি। এটা খুব সংবেদনশীল পরিস্থিতি, আইনশৃঙ্খলাবাহিনীও তৎপর রয়েছে।’
মাঠ পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনে অস্বাভাবিক পরিস্থিতির কথা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি, ঘটনা ঘটার আগে ব্যবস্থা নিয়ে নিবৃত্ত করতে হবে। যাতে করে ঘটনা জটিল আকার ধারণ না করে। আইনশৃঙ্খলা বাহিনীও আমাদের আস্বস্ত করেছে, এ ব্যাপারে তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে।’
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে শূন্য হওয়া ময়মনসিংহ-১ ও ৩ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ ১৮ জুলাই।