ঢাকা, মে ৬, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৪:৩০:৩১

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

| ১৫ পৌষ ১৪২৩ | Thursday, December 29, 2016

Image may contain: 1 person, eyeglasses and beard

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের  শান্তিপূর্ণভাবে ও উৎসবমূখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে   চেয়াম্যান পদে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী মোঃ আজিজুর রহমান তিনি ৫৩ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।
সকাল ৯ টা থেকে শুরু হওয়া  দুপুর ২ পর্যন্ত চলে ভোট গ্রহন।  সর্বশেষ বেসরকারি  ভাবে আসা তথ্য মতে, চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের আজিজুর রহমান (চশমা) প্রতীক নিয়ে ৩৪২ এবং নিকটতম প্রতিদদ্বি প্রার্থী এমএম শাহিন (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৯ ভোট, এম এম রহিম শহীদ (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েেেছন ২শ ৫৩ টি ভোট, সাহাবুদ্দিন সাবুল (প্রজাপতী) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ টি ভোট,জেলার সিনিয়র সংবাদিক বকসি ইকবাল আহমদ (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ টি ভোট ও যুক্তরাষ্ট্র প্রবাসী সুহেল আহমদ (তালগাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ২ টি ভোট।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারন সদস্য পদে ৮৬ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলার ৭টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নে মোট ভোটার ৯৫৬ জন তাদের ভোট অধিকার প্রদান করেন।