ঢাকা, মে ৮, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২০:৩৬:১০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

মৌলভীবাজারে অন্নকুট উত্সব অনুষ্টিত

| ১৭ কার্তিক ১৪২৩ | Tuesday, November 1, 2016

Displaying img1477918478573.jpg

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ বিপুল উত্সাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগম্ভীর্যতার মধ্য দিয়ে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে অন্নকুট উত্সব অনুষ্টিত হয়েছে।আজ ৩১ অক্টোবর সোমবার সনাতন ধর্মালম্বীদের অন্যতম এই উত্সব উপলক্ষ্যে মৌলভীবাজার শহরস্থ সৈয়ারপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে (ইসকন) বিভিন্ন অনুষ্টান মালার আয়োজন করা হয়েছিল। এর মধ্যে গো পূজা,গিরি গোবর্ধন পূজা, মঙ্গলারতি,গুরু পূজা, ভাগবত পাঠ, সংকীর্তন, হরিকথা পরিবেশন, ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরন অনুষ্টিত হয়।অনুষ্টানে ভাগবত ও হরিকথা আলোচনা করেন শ্রীধাম মায়াপুর ইসকন প্রতিনিধি শ্রীমান সুলোচন গৌর দাস অধিকারী, সংকীর্তন পরিবেশন করেন ঢাকা ইসকনের কীর্তনীয়া শুভ নিতাই দাস ব্রহ্মচারী ও নিত্যানন্দ দাস ব্রহ্মচারী। উক্ত উত্সবের প্রতিটি পর্বে প্রচুর ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মন্দিরের অধ্যক্ষ শ্রীমান রত্নেশ্বর কৃষ্ণ দাস ব্রহ্মচারী জানান, দ্ধাপর যুগে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করতে গোকুল বাসীকে ইন্দ্রের কূপ হতে বাঁচাতে পরমেশ্বর  ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন নামক পর্বত কনিষ্ঠ আঙ্গুল দ্বারা ধারন করে গ্রামবাসীকে রক্ষা করেন এবং ইন্দ্রের দর্প ভঙ্গ করেন, সেই থেকে এই দিনটাকে সনাতন ধর্মালম্বীরা অন্নকূট উৎসব নামে পালন করে থাকেন। এদিন ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন ব্যাঞ্জনাদি দিয়ে ভোগরাগ করা হয়। সৈয়ার পুর ইসকন মন্দির ছাড়াও শহরস্থ শ্রীশ্রী মদন মোহন জিউড় আখড়া, ভুজবল গোস্বামী বাড়ি,শ্রীগৌরবাণী কমপ্লেক্স, শ্রীমঙ্গল শ্রীশ্রী জগন্নাথ জিউড় আখড়া, কুলাউড়া মাগুড়ারস্থ মহাপ্রভুর আখড়া, পুসাইনগর সিটিএস মন্দির সহ মৌলভীবাজারের বিভিন্ন মন্দির ও ব্যাক্তিগত আয়োজনে উত্সবটি অনুষ্টিত হয়েছে।