ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:২৬:৫৭

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

মেলায় গিয়ে ধর্ষণের শিকার দুই কিশোরী

| ১৫ চৈত্র ১৪২২ | Tuesday, March 29, 2016

জামালপুর সদরে বাড়ি থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। এতে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে লাহিড়ীকান্দা বাজারে মেলায় গিয়ে দুজনকে অপহরণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের নান্দিনা বাজার এলাকার ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পুলিশ ও ধর্ষণের শিকার দুই কিশোরীর সঙ্গে কথা বলে জানা গেছে, মেলায় চরকিতে চড়ে দুজন অসুস্থ বোধ করছিল। এ সময় কয়েকজন যুবক তাদের কোমল পানীয় খাইয়ে অচেতন করেন। এরপর তাদের অটোরিকশায় করে তুলে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে নান্দিনা এলাকায় বিধ্বস্ত অবস্থায় এক কিশোরীকে পাওয়া যায়। তার কথামতো আজ ভোরে আরেকজনকে ধানক্ষেত থেকে আরেকজনকে উদ্ধার করা হয়। এ সময় রেজাউল নামের একজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলার সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম রতন জানান, দুই কিশোরীর চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্ষণ বিষয়ে পরীক্ষা করে এ বিষয়ে প্রতিবেদন বিস্তারিত জানানো হবে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে। অন্য ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।