ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০১:৪১:০২

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

মেডিক্যাল পেশাজীবীদের নিয়োগে শ্রীলংকার প্রতি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

| ৩১ আষাঢ় ১৪২৪ | Saturday, July 15, 2017

ঢাকা : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বাংলাদেশী মেডিক্যাল পেশাজীবী নেয়ার জন্য সফররত শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার প্রতি অনুরোধ জানিয়েছেন।
গতকাল বিকেলে সিরিসেনার সঙ্গে তার হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী এ অনুরোধ জানান।
এসময় তারা দু’দেশের প্রাথমিক স্বাস্থ্য খাতের মধ্যে অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘শ্রীলংকা প্রাথমিক স্বাস্থ্য খাত বিশেষ করে ম্যালেরিয়া ও ডেঙ্গু জ্বর মোকাবেলায় ব্যাপক সাফল্য লাভ করেছে। এ ব্যাপারে আমরা অভিজ্ঞতা বিনিময়ের জন্য আমাদের আগ্রহ প্রকাশ করেছি।’
নাসিম বলেন, শ্রীলংকার প্রেসিডেন্টও বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলোতে শ্রীলংকার আরো ছাত্রছাত্রী ভর্তির উদ্যোগ গ্রহণে বাংলাদেশের প্রতি অনুরোধ জানান।
এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শ্রীলংকা ইতোমধ্যে একটি বাংলাদেশের বেসরকারি খাতের ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে শ্রীলংকায় যৌথ উদ্যোগে কারখানা স্থাপনের জন্য জমি বরাদ্দ দিয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ওই বাংলাদেশী ওষুধ কোম্পানিটি গত ২০ বছর ধরে শ্রীলংকায় তাদের ওষুধ রফতানি করছে। তিনি আরো বলেন, বর্তমানে অন্তত ১১টি বাংলাদেশী কোম্পানি শ্রীলংকায় ওষুধ রফতানি করছে।
বৈঠককালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে নাজমুল হাসান পাপন এমপিও ছিলেন।