ঢাকা, এপ্রিল ৩০, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:৪৪:২৮

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

মেঘনা নদীতে ট্রলার ডুবি : শিশুসহ ৯ জনের লাশ উদ্ধার

| ১৭ চৈত্র ১৪২৩ | Friday, March 31, 2017

নারায়ণগঞ্জ : জেলার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবিতে আজ দুপুর পর্যন্ত শিশু ও নারীসহ ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি এস এম মঞ্জুর কাদের বাসসকে জানান, পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকে অভিযান চালিয়ে দুপুর পর্যন্ত শিশু ও নারীসহ ৯ জনের লাশ উদ্ধার করেছে। এখনও আরো ৮ জন নিখোঁজ রয়েছে বলেও তিনি জানান।
ওসি আরো জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুলিশ ফায়ার সার্ভিস কোষ্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে। স্কেনিং মেশিনের মাধ্যমে নদীর তলদেশে তল্লাশী করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারের সন্ধ্যান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।
রাজধানীর রামপুরা বনশ্রী থেকে প্রায় ৫০ জনের একটি দল ইঞ্জিনচালিত ট্রলারে করে চাঁদপুর জেলার মতলব থানার বেলতলী এলাকায় সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিলেন। মেঘনা নদীতে হঠাৎ করে ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এ সময় সাঁতরে ও অন্য ট্রলারের সহায়তায় অনেকেই তীরে উঠতে সক্ষম হন।
জেলা প্রশাসক রাব্বী মিয়া নিহতের লাশ দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন।