ঢাকা, মে ৯, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:৩৫:২৫

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

মুন্সিগঞ্জে সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতন,বসতবাড়ি হতে উচ্ছেদের চেষ্টা।

| ২০ চৈত্র ১৪২১ | Friday, April 3, 2015


 আবারো অত্যাচার,আগ্রাসনের শিকার হল মুন্সিগঞ্জের এক সংখ্যালঘু  পরিবার। গত ২৯শে মার্চ বেলা ১১টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পিংরাইল গ্রামের সম্ভু নাথ মল্লিকের  বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় সম্ভুনাথ মল্লিকসহ পরিবারের আরও সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্য আছেন সম্ভুনাথের স্ত্রী রানী বালা মল্লিক, পুত্র রিপন মল্লিক, পুত্র বধূ তমা মল্লিক কাজের মেয়ে নিয়তি রানী দাস। আশংকাজনক অবস্থায় রিপন মল্লিককে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে।এ ঘটনায় সম্ভুনাথ মল্লিকের অপর পুত্র পল মল্লিক বাদী হয়ে লৌজজং থানায় একটি মামলা দায়ের করেছেন। সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে পল মল্লিক বলেন,লৌহজং উপজেলার মিঠুসাড়া গ্রামের মজিবুর রহমান মল্লিক তার পোষ্য বাহিনী বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টায় আমাদের উপর হামলা চালিয়েছে। অবস্থায় আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।স্থানীয় সূত্রে জানা গেছে, মামলাজনিত শত্রুতার জের ধরে প্রায়শই পরিবারটির উপর হামলা চালাচ্ছে সরকার দলীয় কিছু লোকজন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক লোক হামলাকারীদের শনাক্তকরণের মাধ্যমে নাম পরিচয় উল্লেখ করেন। হামলাকারীরা হচ্ছে,খালেক মল্লিক আয়াত আলী মল্লিক রফিকুর মল্লিক মোহাম্মদ মজিবুর মল্লিক ইলিয়াস মল্লিক মোহাম্মদ মনির মল্লিক বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ্ ও ডিভাইন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ওয়াচ এর সভাপতি এ্যাড. রবীন্দ্র ঘোষ সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে নির্যাতিত পরিবারের খোজ-খরব নেন এবং লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক এর সাথে সাক্ষাৎ করে আসামীদের দ্রুত গ্রেপ্তার সহ বাদী পক্ষের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবী জানান। একই সাথে ঘটনাটির সুষ্ঠ তদন্ত দোষী ব্যাক্তিদের যথাযথ শাস্তির আওতায় আনার জন্য আবেদন জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।