ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:১০:২৪

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

মানহানির অভিযোগ এনে মুনতাসীর মামুনসহ তিনজনকে আইনি নোটিশ

| ১৪ আষাঢ় ১৪২৩ | Tuesday, June 28, 2016

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুনসহ তিনজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন, দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে ১২ কোটি টাকা মানহানির অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

সাত দিনের মধ্যে এ টাকা পরিশোধ না করলে দেওয়ানি ও ফৌজদারি আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশ উল্লেখ করা হয়েছে।

আজ  মঙ্গলবার গোবিন্দ চন্দ্র প্রামাণিকের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আফসানা বেগম।

নোটিশে বলা হয়, “২০ জুন দৈনিক জনকণ্ঠে ‘সংখ্যালঘুদের উদ্বেগ ও একরৈখিক চিন্তাভাবনা’ শীর্ষক কলামে গোবিন্দ প্রামাণিককে জামায়াতের ধর্মবিষয়ক সম্পাদক উল্লেখ করা হয়, যা মিথ্যা, বিভ্রান্তি ও ফরমায়েশি প্রতিবেদন।”

নোটিশে মুনতাসীর মামুনকে ‘বুদ্ধিবৃত্তিক জালিয়াতকারী’ এবং জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে ‘জালিয়াতির সহযোগী’ উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘তাঁরা ইচ্ছাকৃতভাবে গোবিন্দ চন্দ্র প্রামাণিককে ক্ষতির সম্মুখীন করেছেন। প্রকৃতপক্ষে গোবিন্দ প্রামাণিক জামায়াতের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন না।’

নোটিশে উল্লেখ করা হয়, গোবিন্দ প্রামাণিক সামাজিক, মানসিক ও সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিন বিবাদীকে চার কোটি টাকা হারে মোট ১২ কোটি টাকা পরিশোধ করতে হবে।