ঢাকা, মে ৭, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৮:১৯:৩৫

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

মানবিক কাজের মাধ্যমে পালিত হবে শেখ হাসিনার জন্মদিন

| ৭ আশ্বিন ১৪২৪ | Friday, September 22, 2017

 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন আগামী ২৮ সেপ্টেম্বর। তবে অন্যান্য বছরের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নয়, দেশের বিরাজমান রোহিঙ্গা সমস্যা ও পর পর বন্যায় বিপর্যস্ত মানুষের কথা বিবেচনা করে এবার প্রধানমন্ত্রীর জন্মদিনটি মানবিক কর্মসূচির মাধ্যমে পালন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা আড়ম্বর পরিবেশে জন্মদিন উদযাপনের প্রস্তাব করলেও গত ৯ সেপ্টেম্বর নেতাকর্মীদের নিজের আপত্তির কথা জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশের মানুষের এই পরিস্থিতিতে আমার জন্মদিন উদযাপন অনিবার্য নয়।’

গত সপ্তাহে ১৪ দলের (উন্মুক্ত) বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রস্তাব করেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি বিশ্বের খ্যাতনামা গণমাধ্যমে ‘মাদার অব হিউম্যানিটি’ আখ্যা পেয়েছেন। তাই এবারের জন্মদিনটি যেন ‘জাতীয় মানবতা দিবস’ হিসেবে পালন করা হয়। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগসহ ১৪ দলের অনেক নেতা এতে একমত পোষণ করেন।

অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়, দিনটি মানবতা দিবস হিসেবে নয়, বরং মানবিক কাজের মধ্য দিয়ে অতিবাহিত করা হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, ‘সরকারি উদ্যোগে ২৮ সেপ্টেম্বর সারা দেশের সব সরকারি হাসপাতালে অতিরিক্ত দুই ঘণ্টা বিশেষ চিকিৎসাসেবা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু মানবতার নেত্রী, তিনি সব ক্ষেত্রে মানুষের সেবা করছেন, তাই এই নেত্রীর জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর সারা দেশের সব সরকারি হাসপাতালে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হবে।’

এ ছাড়া আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন, অঙ্গসংগঠনগুলোও স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণের করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য রাজনীতি করেন। দেশের দুর্দিনে তিনি নিজে যেমন উপস্থিত হন, আমাদেরও থাকতে বলেন। শুধু তাই নয়, তিনি সার্বক্ষণিক তাদরক করেন। তাই মানবিক এই নেত্রীর জন্মদিনটি মানবিক কাজের জন্য উৎসর্গ করব।’