ঢাকা, মে ৮, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৫:৪৪:২৭

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

মানবাধিকার লংঘন নিয়ে মিয়ানমারের সঙ্গে বসছে ইইউ

| ৮ অগ্রহায়ন ১৪২৩ | Tuesday, November 22, 2016

 

ইইউ’র মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি স্টাভরস ল্যাম্বিরিডিস

মিয়ানমারে চলমান মানবাধিকার লংঘন নিয়ে দেশটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার দেশটির রাজধানী নাইপিদেও শহরে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে জানানো হয়েছে।

ইইউ’র মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি স্টাভরস ল্যাম্বিরিডিস, ইইউ’র দূত রোনাল্ড কোবিয়া এবং আরেকজন ঊর্ধ্বতন কূটনীতিক বৈঠকে উপস্থিত থাকবেন।

বৈঠকে মিয়ানমারের সঙ্গে চলমান জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ইইউ’র ওই প্রতিনিধি দল তিন দিনের সফরে এখন মিয়ানমার রয়েছে। সেখানে সামরিক প্রতিনিধি, সংসদ সদস্য ও বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে আজকের ওই বৈঠকে বসছেন তারা।

এর আগে মিয়ানমারের সঙ্গে ২০১৪ ও ২০১৫ সালে আরও দু’বার বৈঠক করেছিল ইইউ।

গত ৯ নভেম্বর থেকে দেশটির বাংলাদেশ সংলগ্ন রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনী হত্যাযজ্ঞ ও নির্যাতন চালাচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, সরকারি বাহিনী সেখানে হাজার হাজার রোহিঙ্গা মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। ইতিমধ্যে ৩০ হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে।