ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৫:৪৬:৩০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

মাদক ও জঙ্গিবাদের আগ্রাসী থাবা থেকে তরুণ সমাজকে মুক্ত করতে হবে : বিমান ও পর্যটন মন্ত্রী

| ২৮ মাঘ ১৪২৩ | Friday, February 10, 2017

ঢাকা : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, মাদক ও জঙ্গিবাদের আগ্রাসী থাবার কবল থেকে তরুণ সমাজকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, তারুণ্য এখন মাদক ও জঙ্গিবাদের আগ্রাসী ও বিনাশী থাবায় নিমজ্জিত। এ অপশক্তিদ্বয়কে পরাজিত করতে না পারলে তারুণ্যের ভবিষ্যৎ অন্ধকার। আর এ অন্ধকার থেকে উত্তরণে প্রকৃত শিক্ষার আলোয় এবং সংস্কৃতির চেতনায় মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তার বিকাশ ঘটাতে হবে বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রী আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে সামাজিক সংগঠন ‘উত্তরণ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সংগঠনের সভাপতি মনোজ বাড়ৈ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ড. সমীর কুমার শীল, রফিকুল ইসলাম সুজন, মাহমুদ টোকন প্রমুখ।
রাশেদ খান মেনন আরো বলেন, মাদক ও জঙ্গিবাদ মানুষের সুস্থ্য বিবেক ও চিন্তার সূত্রকে ছিন্ন করে দেয় এবং মনুষ্যত্ব ও মানবিকতাকে ধ্বংস করে সমাজের বিকাশকে রুদ্ধ করে।
তিনি প্রগতিশীল সমাজ ও দেশ গড়তে মাদক ও জঙ্গিবাদ অপশক্তিকে পরাজিত করার জন্য শপথ নেয়ার জন্য তরুণদের প্রতি আহবান জানান।