ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৩:১২:৪৯

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

মহাতীর্থ লাঙ্গলবন্দ দর্শনে বিদেশী তিন কৃষ্ণভক্ত পর্যটক

| ৪ বৈশাখ ১৪২৪ | Monday, April 17, 2017

Image may contain: one or more people and people standing

১৬ এপ্রিল মহাতীর্থ লাঙ্গলবন্দ দর্শনে ভারত লন্ডন স্পেন হতে  মহাতীর্থ লাঙ্গলবন্দ দর্শনে আসেন তিন কৃষ্ণভক্ত পর্যটক।তাদের আগমন উপলক্ষে লাঙ্গলবন্দের জহরপুরে নিতাই চৈতন্য প্রিচিং সেন্টার লাঙ্গলবন্দ শাখার উদ্যোগে এক সংবর্ধনা ও আলোচনার সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে কৃষ্ণকান্তদাস ব্রহ্মচারীর সঞ্চালনায় ও বাংলাদেশ জাতীয় হিন্দুমহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মানিক চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুর থেকে আগত শ্রীপাদ শ্যামসুন্দরান্দ দাস ব্রহ্মচারী(ভারত) ,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপাদ নীলকমল দাস ব্রহ্মচারী (লন্ডন), শ্রীপাদ গোপল ভট্ট দাস ব্রহ্মচারী(স্পেন)আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দুমহাজোট বন্দর উপজেলা সভাপতি শংকর দাস,শ্রী শ্রী ব্রহ্ম মন্দিরের সেবাইত শ্রী মাধব চক্রবর্তীসহ হিন্দু ,ছাত্র ,যুব মহাজোটেরনেতৃবৃন্দ।

Image may contain: 7 people, people standing and indoor

বক্তৃতাকালে পর্যটক অতিথী বৃন্দ বলেন মহাতীর্থ লাঙ্গলবন্দ দর্শনে এসে আমরা খুবই আনন্দিত ও ধন্য আমরা ভবিষ্যতে আরো বিভিন্ন দেশ হতে পর্যটকদের মহাতীর্থ লাঙ্গলবন্দ দর্শনে আসতে উৎসাহিত করব । মহাতীর্থ লাঙ্গলবন্দ উন্নয়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনশত কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন তা জেনে আমরা  প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।আমরা মহাতীর্থ লাঙ্গলবন্দ দর্শনের পাশাপাশি এখানে প্রিচিং সেন্টারের মাধ্যমে যেভক্ত সমাজ গড়ে উঠেছে তা আমাদেরকে সত্যিই অভিভূত করেছে। জয় হউক ভগবান পরশুরামের জয় হউক ব্রহ্মপুত্রের।

Image may contain: one or more people and people standing

মানিক চন্দ্র সরকার বলেন আমরাই প্রথম বিদেশী পর্যটকদের আমন্ত্রনের মাধ্যমে মহাতীর্থ লাঙ্গলবন্দে নিয়ে এসে সংবর্ধনা ও আলোচনাসভার আয়োজন করেছি আজ তারা এখানে এসে পরম আনন্দ লাভ করছে এতে বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জল হচ্ছে। আজ এখানে প্রিচিং সেন্টারের মাধ্যমে যেভক্ত সমাজ গড়ে উঠেছে তা সত্যিই প্রশংসার দাবিদার আমরা শুরু করেছিলাম বিধায় আজ তা সম্ভব হয়েচে।আপনারা মানুষের জন্য যারা কাজ করেন তাদের পশে রাষ্ট্রের সর্বস্তরের সহযোগীতা থাকবে ।আপনারা জানেন ভালকাজে শতবাধা আমি জানি কৃষ্ণভাবনা প্রচারের জন্য আপনাদের নিগুর ধীরতা থাকলে পরমেশ্বর আপনাদের নিশ্চয়ই সহযোগীতা করবেন ।আপনারা এগিয়ে যান আমরা আপনাদের পাশে আছি এবং থাকব।আরএকটিকথা না বললে নয় পর্যটকদের আগমনণে সংবর্ধনা ও আলোচনাসভায় স্থানীয় প্রশাসন নিরাপত্তাসহ সহযোগীতা করায় জেলা পরিষদ ও বন্দর উপজেলা প্রশাসনের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

পরে অনুষ্ঠানশেষে পর্যটকবৃন্দ মহাত্মাগান্ধী ঘাটে মহাত্মাগান্ধী বেদীতে পুস্পার্ঘ নিবদন শেষে জেলা পরিষদের ডাকবাংলোতে একটি পরিদর্শন বহিতে স্বাক্ষর শেষে নারায়নগঞ্জের উদ্যেশে রওনা হন সেখানে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয় হিন্দুমহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মানিক চন্দ্র সরকার ও অন্যান্য নেতৃবৃন্দ।