ঢাকা, মে ৪, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:৩৭:০৯

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ছাত্র-ছাত্রীদের মাঝে সমাপনীতে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

| ২২ অগ্রহায়ন ১৪৩০ | Wednesday, December 6, 2023

---

৬ই ডিসেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগে দুপুর ২ টায় শ্রীশ্রী গৌর নিতাই বিগ্রহ মন্দিরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে শ্রীশ্রী গৌর নিতাই মন্দির ও স্কুল কমিটির উদ্যোগে বার্ষিক পরীক্ষার সমাপনীতে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম,হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ও স্কুল কমিটির সভাপতি মানিক চন্দ্র সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক শ্যামল চক্রবর্তী,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি ও শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরের সাধারণ সম্পাদক লিটন কুমার পাল,শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি আশিষ কুমার দাস।

---

সে সময় আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির কোষাধক্ষ্য ও স্কুল কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা,সেবায়েত সঞ্জয় চক্রবর্তী,ফিল্ড অফিসার ইমরান হোসেন,কেন্দ্র শিক্ষক শ্যামলী দাস প্রমূখ। উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দরা সরকারের এই মহৎ শিক্ষা কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমকে আরো জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান। স্কুলটি সুষ্ঠু সুন্দর ভাবে পরিচালিত হওয়ায় স্কুল কমিটি ও এর সাথে জড়িত সকলকেও তারা ধন্যবাদ জানান। পরিশেষে উপস্থিত অতিথিবৃন্দরা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে সনদ ও পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ, গীতা ও একাদশী মাহাত্ম্য গ্রন্থ বিতরণ করেন। পরে সকলের মাঝে প্রসাদ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।  ---