ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:১৯:৩০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

ভারতের গরু না এলে সীমান্তহত্যা হবে না বিজিবির মহাপরিচালক

| ১৯ শ্রাবণ ১৪২৩ | Wednesday, August 3, 2016

 

বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ভারত থেকে গরু না এলে আমাদের লোকজন সীমান্ত অতিক্রম করবে না। এতে সীমান্তে হত্যা হবে না।

আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবির ৬০তম ব্যাটালিয়নের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিজিবির মহাপরিচালক এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘ভারত থেকে পাচার হয়ে অনেক গরু আসে আমাদের দেশে। ভারত থেকে এসব গরু না এলে আমাদের লোকজন সীমান্ত অতিক্রম করত না। এতে সীমান্তে হত্যা হবে না। আমরা চাই, আমাদের দেশে গরুর খামার বৃদ্ধি পাক। ভারত থেকে যদি গরু না আসে আমাদের দেশে গরু উৎপাদন বৃদ্ধি পাবে। গত কোরবানির ঈদেই তা দেখা গেছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাহলে গরুতে কেন স্বয়ংসম্পূর্ণ হব না?’

বিজিবির মহাপরিচালক  জানান, জঙ্গি ও মাদক চোরাচালান দমনে দুই দেশের সীমান্ত বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, ‘প্রশিক্ষণ ও অপারেশনাল কর্মকর্তার দিক থেকে বিজিবি বিশ্বের যেকোনো সীমান্তরক্ষী বাহিনীর সমকক্ষ।’

এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাবিবুল করিম, উত্তর পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লা, উপমহাপরিচালক কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, নব গঠিত ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।