ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:২৪:১৫

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

ভবিষ্যতে উচ্চশিক্ষায় বৃত্তি দেয়া হবে: প্রধানমন্ত্রী

| ৮ বৈশাখ ১৪২৩ | Thursday, April 21, 2016

ভবিষ্যতে উচ্চশিক্ষায় বৃত্তি দেয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দরিদ্র মেধাবি শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষা বঞ্চিত না হয় সে লক্ষ্যেই সরকার কাজ করছে। আগামীতে কোনো সরকার যাতে শিক্ষা ট্রাস্টের কার্যক্রম বন্ধ করতে না পারে সে উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। অসচ্ছল, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যকম যাতে বাধার মুখে না পড়ে সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বরাবরই শিক্ষাবৃত্তিসহ আর্থিক সহযোগিতা দেয়া হয়ে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সে কার্যক্রম আরো এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’র উপদেষ্টা পরিষদের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধানমন্ত্রী বলেন, আমার একটা তীক্ত অভিজ্ঞতা হলো যে ৯৬ (১৯৯৬) থেকে ২০০১ পর্যন্ত যখন ক্ষমতায় ছিলাম তখন যে উদ্যোগগুলো নিয়েছিলাম সরকার পরিবর্তনের পরই সেগুলো থেমে গেলো। অথবা অনেকগুলো একেবারে বাতিল হয়ে গেল। সেরকম যেনো না হয় এজন্য এই ট্রাষ্ট গঠন করেছি। এটা যেন চলমান থাকে সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে।

এখন পর্যন্ত প্রাথমিক থেকে মাধ্যমিক কোনো কোনো ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বৃত্তি দেয়া হচ্ছে। আগামীতে যাতে উচ্চ শিক্ষা নেয়ার ক্ষেত্রেও বৃত্তি দেয়া হয় সে ব্যবস্থা নেয়ার পরিকল্পনা জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমাদের মূল কথা হলো শিক্ষার সুযােগটা সবার জন্য আরো সহজ করে দেয়া এবং মেধাবী, দরিদ্র ছাত্র-ছাত্রীরা যেন উচ্চ শিক্ষা পায়। কারণ দেশের ছেলে-মেয়েরা যতো শিক্ষিত হবে, দেশ ততো উন্নত হবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হয়েছে, কেনোনা শিক্ষা ছাড়া কোনো দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।