ঢাকা, মে ৬, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৬:৩৫:১৬

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

বিশ্ববিদ্যালয়গুলোতে গুণগত শিক্ষা নিশ্চিত করতে ইউজিসি’র প্রতি রাষ্ট্রপতির আহবান

| ২৭ অগ্রহায়ন ১৪২৪ | Monday, December 11, 2017

ঢাকা : রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গুণগত শিক্ষা নিশ্চিত করতে যথাযথ ভূমিকা পালনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহবান জানিয়েছেন।
ইউজিসি’র একটি প্রতিনিধিদল সংস্থার চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের নেতৃত্বে আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন-২০১৬ পেশকালে তিনি এ আহবান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, আবদুল হামিদ আন্তর্জাতিক প্রতিযোগিতার কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বর্তমান বিশ্ব খুবই প্রতিযোগিতামূলক উল্লেখ করে আবদুল হামিদ বলেন, যে কোনো মানসম্পন্ন প্রতিযোগিতায় অংশ নিতে গুণগত শিক্ষার কোন বিকল্প নেই।
রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ মেনে চলতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে ইউজিসি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
ইউজিসি চেয়ারম্যান অবকাঠামোগত উন্নয়ন, কারিকুলাম এবং প্রতিবেদনের বিভিন্ন দিকসহ বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতি হামিদকে অবহিত করেন।
রাষ্ট্রপতি ধৈর্যসহকারে প্রতিনিধিদলের বক্তব্য শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।