ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:১২:৫২

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

বিশ্বকাপে খেলোয়াড় ও সমর্থকদের সর্বোচ্চ নিরাপত্তা চায় ভারত

| ১২ ফাল্গুন ১৪২৫ | Sunday, February 24, 2019

 

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সম্প্রতি আত্মঘাতী এক বোমা হামলায় ৪৪ জন ভারতীয় জওয়ান নিহত হয়। ঘটনার রেশ ধরে উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক। এতে হুমকির মুখে পড়েছে দুটি দেশের ক্রিকেটীয় সম্পর্কও। আগামী মে মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি হওয়ার কথা রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশের। তবে সাম্প্রতিক ঘটনায় ভারত আদৌ সেই ম্যাচ খেলবে কি না, তা নিশ্চিত নয়।

পাকিস্তানের সাথে ম্যাচ বয়কটের ডাক এসেছে বিভিন্ন মহল থেকে। টালমাটাল পরিস্থিতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক ও বিশ্বকাপের আয়োজক সংস্থা আইসিসিকে দেওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি চিঠিকে কেন্দ্র করে। বিশ্বকাপে দলের খেলয়াড় ও মাঠে সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইসিসিকে নিশ্চিত করতে বলেছে বিসিসিআই। আগামী ‘মে’ থেকে ইংল্যান্ডে বসছে এবারের ওয়ানডে বিশ্বকাপ আসর।

বিসিসিআই প্রধান রাহুল জোহরির বরাতে আইসিসিকে দেওয়া চিঠিতে ভারতীয় বোর্ড লিখেছে, ‘বিসিসিআই সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বকাপসহ আইসিসির অনাগত ইভেন্টগুলোতে ভারতীয় দলের খেলোয়াড়, সমর্থক ও ম্যাচ অফিশিয়ালদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিসিসিআই বিশ্বাস করে, আগামী বিশ্বকাপে আইসিসি ও ইসিবি (ইংলিশ ক্রিকেট বোর্ড) ভারতীয় খেলোয়াড়, সমর্থক ও ম্যাচ অফিশিয়ালদের জন্য সবচেয়ে মজবুত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক প্রেরিত চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে আইসিসি। চিঠি পাওয়ার পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংস্থাটির প্রধান শশাঙ্ক মনোহর আজ বলেছেন, ‘আমরা বিসিসিআইয়ের চিঠি পেয়েছি। নিরাপত্তা ইস্যুটি সবসময়ই আমাদের প্রাধান্যের তালিকায় সবার আগে ছিল, ভবিষ্যতেও থাকবে। আগামী ২ মার্চ আইসিসির বোর্ড সদস্যদের মিটিং। সেখানে আমরা বিসিসিআইয়ের চিঠির ব্যাপারটা তুলে ধরব।’

উল্লেখ্য, যেকোনো দেশ চাইলে আইসিসি আয়োজিত কোনো ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পারে। আইসিসির প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী বোর্ড মিটিংয়ে আইসিসির নিরাপত্তা পরিকল্পনা দেখে সন্তুষ্ট হবে ভারত।