ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:১৭:৪৭

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

বিচার বিভাগে মনিটরিং ড্যাস বোর্ড তৈরি হচ্ছে, বেড়েছে মামলা নিষ্পত্তি

| ৮ মাঘ ১৪২৩ | Saturday, January 21, 2017

বিচার বিভাগে মনিটরিং ড্যাস বোর্ড তৈরি হচ্ছে, বেড়েছে মামলা নিষ্পত্তি এর চিত্র ফলাফল

ঢাকা : বিচার বিভাগের জন্য মনিটরিং ড্যাস বোর্ড তৈরি করা হচ্ছে। নানামুখী পদক্ষেপের ফলে মামলা নিষ্পত্তির হার বেড়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রধান বিচারপতি হিসেবে ২ বছর পূর্তি উপলক্ষে ১৭ জানুয়ারি দেয়া বাণীতে বিচার বিভাগে নেয়া বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ তুলে ধরেন। দেশের ২১তম বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
বাণীতে উল্লেখ করা হয়, ২০১৫ এবং ২০১৬ সালে দেশের সকল আদালতে ২৭ লাখ ৬০ হাজার ২শ’ ৪০টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময় ২০১৩ এবং ২০১৪ সালে দেশের সকল আদালতে মামলা নিষ্পত্তির পরিমাণ ছিল ২৪ লাখ ২৩ হাজার ৮৩৮টি।
বিগত ২ বছরে মামলা নিষ্পত্তির পরিমাণ বেড়েছে ৩ লাখ ৩৬ হাজার ৪০২টি। নিষ্পত্তির হার শতকরা ১৪ ভাগ বৃদ্ধি পেয়েছে।
প্রধান বিচারপতি জানান, উচ্চ ও নি¤œ আদালতে ই-কোর্ট চালু, ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য ধারণ ও সংরক্ষণ জেলা ভিত্তিক ও কেন্দ্রীয় কারাগারের মধ্যে ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা চালু, দেশের বিচার ব্যবস্থায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রচলন, বিচারিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ই-জুডিসিয়ারি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, সফ্টওয়্যারের সহায়তায় মামলার তথ্য সরবরাহ করা হচ্ছে। অধস্তন আদালতের বিচারকদের ছুটি ও কর্মস্থল ত্যাগের বিষয়টি সহজ করতে ই-এপ্লিকেশন সফটওয়্যার চালু করা হয়েছে।
আগামী দিনগুলোতে বিচার ব্যবস্থাকে আরো উচ্চ মাত্রায় নিয়ে যেতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান প্রধান বিচারপতি।