ঢাকা, মে ২, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:০৮:৪০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

বর্তমান পুলিশ বাহিনী বঙ্গবন্ধুর সেই আদর্শে গড়া : আইজিপি

| ১৪ ফাল্গুন ১৪২৩ | Sunday, February 26, 2017

বর্তমান পুলিশ বাহিনী বঙ্গবন্ধুর সেই আদর্শে গড়া : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বর্তমান পুলিশ জনগণের সেবক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে গণমুখী পুলিশ বাহিনী গড়ার স্বপ্ন দেখেছিলেন, বর্তমান পুলিশ বাহিনী সেই আদর্শে গড়া।

আজ শনিবার দুপুরে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এই সমাবেশের আয়োজন করে।

আইজিপি বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা বিধান এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা পুলিশের দায়িত্ব। জনগণকে সম্পৃক্ত করে সেই দায়িত্ব পালন করতে হবে। পুলিশকে জনগণের বন্ধু হতে হবে। আস্থা অর্জন করতে হবে।

তিনি বলেন, যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তাঁরাই দেশের ক্ষমতায় বসেছিল; মন্ত্রী হয়েছিল, ধর্মের দোহাই দিয়ে দেশকে সাম্প্রদায়িক জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করতে গিয়ে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে তাঁরা পুলিশ বাহিনীর ১৬ জন সদস্যকে হত্যা করেছিল। কিন্তু জনতা ও পুলিশের মিলিত শক্তি ও প্রচেষ্টায় তাঁদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়।

শহীদুল হক বলেন, ‘মাদক ও জঙ্গিবাদের সঙ্গে কোনো আপস নেই। জঙ্গিদের উৎস ও রহস্য বেশির ভাগ ক্ষেত্রেই উদ্ঘাটন করা হয়েছে। জঙ্গিদের আমরা মেরে ফেলতে চাই না। আইনের আওতায় আনতে চাই। কিন্তু জঙ্গিদের আস্তানা চিহ্নিত করতে অভিযান পরিচালনার সময় জঙ্গিরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশকেও গুলি চালাতে হয়। তাতে অনেক জঙ্গি নিহত হয়েছে। ‘

দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের রংপুর অঞ্চলের উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, কমিউনিটি পুলিশিং জেলা শাখার আহ্বায়ক এ এফ এম শহীদুল ইসলাম খান।

সভা শেষে দিনাজপুরের ১৩টি উপজেলার ১৭৬ মাদক বিক্রেতাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে শপথবাক্য পাঠ করানো হয়। আইজিপি ওই ১৭৬ জনকেই সেলাই মেশিন ও ভ্যানগাড়ি প্রদান করেন।

এর আগে সকাল ১০টায় আইজিপি শহীদুল হক ৪ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে পুলহাট পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনসে নবনির্মিত মহিলা পুলিশ ব্যারাক উদ্বোধন করেন।