ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:৪৯:৪১

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত ২০

| ২১ জ্যৈষ্ঠ ১৪২৩ | Saturday, June 4, 2016

বগুড়া : জেলার শেরপুর উপজেলার ধনকুন্ডিতে আজ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ ৭ জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে রংপুর থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১১৬৭) ও দিনাজপুরের ফুলবাড়ীগামী রেখা এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৪-২৮১৫) যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ বাসের ৭ জন নিহত হন।
নিহতদের মধ্যে ৫ জনের নাম ও পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, রংপুরের মিঠাপুকুরের বেনজির (৩৫), দিনাজপুরের নিউটাউনের পারভেজ (৩৭), টাঙ্গাইলের ঘাটাইলের ভোলা মিয়া (৪০), দিনাজপুরের নবাবগঞ্জের সামিম হোসেন বেলাল (৪০) ও দিনাজপুর সদরের নাজমুল (৪০)।
সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শজিমেক হাসপাতালে ২ জন এবং শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয়। এদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মহাসড়কের ওপর আড়াআড়িভাবে দুর্ঘটনাকবলিত যান দুটি পড়ে থাকার কারণে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকা যানজটমুক্ত করে বলে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান।