ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১২:২৯:৩৪

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় ইমরানের জামিন

| ১ শ্রাবণ ১৪২৪ | Sunday, July 16, 2017

 

পুরোনো ছবি

সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে মশাল মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার ও নেতা সনাতন উল্লাসকে জামিন দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদজামান জামিনের এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) জহুরুল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়ে বলেন, ইমরান এইচ সরকারসহ দুজন আদালতে জামিনের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁদের পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

গত ৩১ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় এ মামলা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী। ওই দিন আদালত মামলা আমলে নিয়ে দুই আসামিকে ১৬ জুন হাজিরের নির্দেশ দেন।

সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে গত ২৬ মে সন্ধ্যায় শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ। ওই মিছিলে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে বিভিন্ন ‘কটূক্তিমূলক’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ ছাত্রলীগের।

ওই স্লোগানের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিবাদ জানান ছাত্রলীগ নেতাকর্মীরা।

গত ২৯ মে রাত ৯টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচি শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাহবাগ থানায় বিভিন্ন ধারায় একাধিক মামলা দায়েরের ঘোষণা দিয়েছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়া গণজাগরণমঞ্চের কর্মী সনাতন উল্লাসকে ‘যেখানেই পাওয়া যাবে, সেখানেই পেটানো হবে’ বলেও ঘোষণা দেন ছাত্রলীগ নেতাদের কেউ কেউ।