ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:৩৪:৩০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

পিরোজপুরে রথযাত্রা উৎসবের কর্মসূচি গ্রহণ

| ১৯ আষাঢ় ১৪২৩ | Sunday, July 3, 2016

পিরোজপুর: সনাতস ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে পিরোজপুরের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
আগামী ৬ জুলাই পিরোজপুর শহরতলীর রায়েরকাঠী ইস্কন মন্দির থেকে এক রথযাত্রার শোভাযাত্রা পিরোজপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আখড়াবাড়ী শ্রী শ্রী গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হবে।
এ উপলক্ষে ইস্কন মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির জি এম শংকর কুমার কর, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. মজিবুর রহমান খালেক ও মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাড. এম এ মান্নান।
৬ জুলাই থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে বিশ্ব শান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত পাঠ, শ্রী শ্রী জগন্নাথ লীলামৃত পাঠ, ভজন কীর্ত্তন, মঙ্গল আরতিসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।
১৪ জুলাই শ্রী শ্রী মদনমোহন জিউ মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মের বিশ্বায়নে ধর্মীয় বিভিন্ন মত ও পথগুলোর সমন্বিত প্রতিফলনে মহাপুরুষদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক থাকবেন রামকৃষ্ণ মিশন বাগেরহাটের প্রাক্তন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পরদেবানন্দ। এ আলোচনা সভায় আলোচকদের মধ্যে থাকবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার।
এদিন বিকেলে এক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি বড়াল, বিশেষ অতিথি থাকবেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সোহরাব হোসেন প্রমুখ।
আলোচনা শেষে মহাসংকীর্তন সহযোগে উল্টোরথের বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রী শ্রী মদনমোহন জিউ মন্দির থেকে শুরুহয়ে রায়েরকাঠী ইস্কন মন্দিরে এসে শেষ হবে। রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি গৌরকুমার রায় চৌধুরী জানান ২০১২ সালে এ জেলায় প্রথমবারের মত রথযাত্রার আয়োজন করা হয যা এখনও অব্যাহত আছে এবং প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা অত্যন্ত চমৎকারভাবে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রথযাত্রার ব্যপক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করছি।