ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২৩:৩৫:৩৪

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

পিন্টুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

| ২১ বৈশাখ ১৪২২ | Monday, May 4, 2015

pintu

বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মৃত্যুর ঘটনা স্বাভাবিক নাকি হত্যা তা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) গোলাম হায়দারকে প্রধান করে কারা অধিদপ্তর এই তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্য দুই সদস্য হলেন- কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মিজানুর রহমান ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ইকবাল চৌধুরী। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় অন্যতম অভিযুক্ত তিনি।কারাবন্দী বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এরপর তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে তাকে হত্যা করা হয়েছে। এরই প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে কমিটি গঠন করলেন।রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল জানিয়েছেন, বিএনপির নেতার মৃত্যুর ঘটনা তদন্ত করার জন্য ঢাকা থেকে তদন্ত কমিটির সদস্যরা রাজশাহী আসছেন। সোমবার থেকে আগামী ৭ মে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, নাসিরউদ্দিন পিন্টুকে রোববার দুপুর ১২টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পিন্টু তখনই মৃত ছিলেন।পিন্টুর পরিবারের সদস্যরা অভিযোগ তোলেন, কারা কর্তৃপক্ষের অবহেলায় পিন্টুর মৃত্যু হয়েছে। বিএনপিও একই অভিযোগ করেছে। এর আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইস উদ্দিন জানিয়েছিলেন যে কারাগার থেকে রামেক হাসপাতালের পরিচালকের কাছে বিশেষজ্ঞ চিকিৎসক চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। সে অনুযায়ি তিনি শনিবার কারাগারে পিন্টুর চিকিৎসার জন্য গেলেও সিনিয়র জেল সুপার তাকে পিন্টুর চিকিৎসা করতে দেননি।