ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০২:৫১:৩৬

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল : ৫ দিনব্যাপী অনুষ্ঠান

| ৩১ আষাঢ় ১৪২৩ | Friday, July 15, 2016

ঢাকা : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল শুক্রবার। এ উপলক্ষে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাল ১৫ জুলাই বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারীতে (হাউজ নং-৫৮, রোড নং-১৫/এ) পার্বত্য চট্টগ্রামের মানুষ ও প্রকৃতি বিষয়ে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের নবীন-প্রবীণ আলোকচিত্রীদের নিয়ে এ প্রতিযোগীতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। চিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনীতে প্রায় ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এবং একশ’টি ছবি প্রাথমিকভাবে প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে। এ ছবিগুলোর মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচনপূর্বক যথাক্রমে ৫০ হাজার, ৩৫ হাজার এবং ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। ১৬-১৯ জুলাই আলোকচিত্র প্রদর্শনী প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এাছাড়া ১৬ জুলাই সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। বন্ধ হয় দীর্ঘ দুই যুগের সশস্ত্র সংগ্রাম। এ চুক্তির শর্ত মোতাবেক ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়।