ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:৫০:০৩

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

পরপর দুটি খুনের ঘটনায় মানুষ বিপর্যস্ত: সুরঞ্জিত

| ১৪ ভাদ্র ১৪২১ | Friday, August 29, 2014

রাজধানীতে সাম্প্রতিক কয়েকটি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘রাজধানীতে পরপর দুটি খুনের ঘটনায় মানুষ বিপর্যস্ত হয়ে পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সজাগ ও সচেতন হতে হবে। এ জন্য তাদেরও জবাবদিহি করা উচিত। পুলিশ বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দৃঢ় পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে হবে।’পরপর দুটি খুনের ঘটনায় মানুষ বিপর্যস্ত: সুরঞ্জিত

 

আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা ঘরের মধ্যে এসে মানুষ খুন করে যাবে‑ এ অরাজকতা চলতে পারে না। হত্যাকাণ্ডের আগে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কী করে? যারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটায়, তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। সরকারকে এদিকে লক্ষ্য রাখতে হবে। এসব হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান তিনি।’

‘বর্তমান সংসদ অবৈধ ও এ সংসদে সংবিধান সংশোধন করা যাবে না’- বিএনপির এমন বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘কেন এ সংসদে আইন করা যাবে না? এ সংসদ কী কালা না বেটে? এ সংসদ ১৬ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এ নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানো হলে, তা রাষ্ট্রবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে।’

সংবিধান সংশোধনের আগে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের আগে অভিশংসন ক্ষমতা হস্তান্তর হলে তা অনেকটা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো হবে। আগে সংবিধান সংশোধন করুন, পরে এ আইন পাস করুন।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজি মো. সেলিম এমপির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মীর হোসাইন আক্তার প্রমুখ।