ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০২:২৪:১৯

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

পনের আগস্ট আর হলি আর্টিজানে হামলাকারীদের মধ্যে কোন পার্থক্য নেই : মতিয়া চৌধুরী

| ২৬ শ্রাবণ ১৪২৩ | Wednesday, August 10, 2016

 

ছবি: ফাইল ফুটেজ

সোসাইটিনিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারীতে হামলাকারী জঙ্গী এবং পনের আগস্টের হত্যাকারীদের মধ্যে কোন পার্থক্য নেই। তিনি বলেন, কারণ হলি আর্টিজানের হামলায় যেমন অন্তঃস্বত্তা জাপানী নারী রেহাই পায়নি তেমনি পনের আগস্টেও অন্তঃস্বত্তা নারী আরজু মনিও রেহাই পায়নি। মতিয়া চৌধুরী বলেন, বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আদর্শে বলিয়ান হয়ে মানবতা বিরোধী জঙ্গিবাদী অপশক্তিকে নির্মূল করতে হবে। মতিয়া চৌধুরী মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম জম্মবার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি, মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খান এমপি। মতিয়া চৌধুরী বলেন, বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেমন অনুপ্রাণিত করেছেন তেমনি সাহস যুগিয়েছেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেজন্য ফাঁসির মঞ্চে গিয়েও বিচলিত হন নি। আর বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যেমন তিনি সংগঠনের নেতা-কর্মীদের দেখভাল করেছেন তেমনি ছেলে-মেয়েদের প্রতি তাঁর দায়িত্বও যথাযথভাবে পালন করেছেন। মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াত দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা এবং পাকিস্তানের সাথে কনফেডারেশন করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আর তার অংশ হিসেবে তারা জঙ্গিবাদকে লালন-পালন করছে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের লালন-পালনকারী অপশক্তিকে উৎখাত করতে হবে। বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মাতাকে অনুসরণ করেই সারা বিশ্বের কাছে নিজেকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছেন। সূত্র: বাসস