ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৫:৫৬:৫৬

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

ন্যায়বিচার ও জনকল্যাণ নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

| ২৪ আশ্বিন ১৪২৪ | Monday, October 9, 2017

কিশোরগঞ্জ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে ভোটারদের প্রতি ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তিনি আজ জেলার মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের বলেন, ‘ভোটারদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, তাদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে।’
প্রকৃত রাজনৈতিক নেতার আচরণ সর্বদাই জনবান্ধব- এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘জনগণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আপনাদের নির্বাচিত করেছে এবং আপনাদের অবশ্যই তা মনে রাখতে হবে। অন্যথায় ক্ষমতা হারানোর পর তারা আপনাদেরকে এমনকি সালাম দিয়েও সম্মান জানাবে না।’
রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘আপনি জনপ্রতিনিধি এমনকি ইউনিয়ন পরিষদের সদস্য কিংবা এমপি হিসাবে নির্বাচিত হন, তাহলে আপনার কিছু দায়িত্ব চলে আসে এবং আপনার তাতে জবাবদিহিতা থাকে। আপনার ইতিবাচক মনোভাব তাদেরকে রাজনীতিতে আকর্ষণ করে।’
তিনি তাদের সবাইকে দেশের ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং বলেন, জনগণ তা আশা করে ও মনে প্রাণে চায়।
হাওরাঞ্চলে সাম্প্রতিক বন্যার কারণে সরকার ও অন্যান্য উন্নয়ন সংস্থা থেকে প্রদত্ত ত্রাণসামগ্রী বিতরণে কিছু সংখ্যক নির্বাচিত জনপ্রতিনিধি অনিয়ম ও দুর্নীতি করায় রাষ্ট্রপতি সংশ্লিষ্টদের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি কিছু অভিযোগ পেয়েছি যে, কিছু সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি এখানে যথাযথভাবে বন্যাত্তোর ত্রাণসামগ্রী বিতরণ করেননি। কিন্তু এটা কারো কাছে গ্রহণযোগ্য নয়’।
তিনি বলেন, ‘এমন নেতিবাচক কর্ম বা দুর্নীতি পরিহার করা এবং জনগণের কল্যাণে কাজ করার জন্যই ভোটাররা আপনাদের ক্ষমতায় এনেছিল।’
রাষ্ট্রপতি বলেন, জনগণ মনে তাদের অধিকার (হক) ধারণ করে রাখে, যার জন্য তারা বিশ্বাস করে আপনাদের ভোট দিয়েছে।
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ভাল কাজ করার পরামর্শ দেন, যার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনে সাহায্য করবে।
মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক সভায় সভাপতিত্ব করেন। রেজোয়ান আহমেদ তৌফিক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান ও রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এতে উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রপতি স্পিড বোটে মিঠামইন উপজেলার কিছু উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
এর আগে তিনি বেলা প্রায় তিনটার দিকে হেলিকপ্টারযোগে মিঠামইন পৌঁছেন। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।