ঢাকা, মে ৯, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:৫৯:২২

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

`নীরবে হত্যার কৌশল`! এই বই মিলল জেএমবির ডেরায়

| ৮ শ্রাবণ ১৪২৩ | Saturday, July 23, 2016

jmbরীতিমত শিউরে ওঠার মত নাম! বাংলাদেশের গাজিপুরে টঙ্গির জঙ্গি ডেরা থেকে উদ্ধার হওয়া একটি ‘জেহাদি’ বইয়ের নাম দেখে চোখ কপালে উঠেছে পুলিশের। বইয়ের নাম ‘নীরবে হত্যার কৌশল’। কীভাবে সহজেই মানুষ মারা যায় তার বিস্তারিত বর্ণনা রয়েছে এ বইয়ের পাতায়-পাতায়। গুপ্তহত্যায় অংশ নেওয়া জঙ্গিদের প্রশিক্ষণের সময় ওই বই পাঠ্য হিসেবে ব্যবহার করা হয় বলেই পুলিশের ধারণা। টঙ্গির আস্তানা থেকে বৃহস্পতিবার ভোরে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চলীয় প্রধান-সহ চার জনকে আটক করা হয়। ওই আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বোমা, বোমা তৈরির সরঞ্জাম, পিস্তল, গুলি, জিহাদি বই উদ্ধার করা হয়। তার মধ্যে ছিল মানুষ কোতলের সহজ উপয়ের ওই বইটিও।

র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানান, ধৃতদের মধ্যে রংপুরের প্রাইম মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আশিকুল আকবর আবেশ জেএমবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ দিতেন। তার পরিকল্পনা ছিল আহতদের চিকিৎসার জন্য মেডিকেল স্টোরের মতো একটি বিভাগ তৈরি করা। তা ছাড়া, কিলিং মিশনে নিজেরা দুর্ঘটনার শিকার হলে প্রাথমিক কি চিকিৎসা নেওয়া সম্ভব তাও শিখিয়ে দিতেন আশিকুল আকবর আবেশ।

মুফতি মাহমুদ আরও জানান, আটক এমএম কলেজের রসায়ন বিভাগের ছাত্র শরিয়ত উল্লাহ শুভ সফটওয়্যারে বিশেষ পারদর্শী। তিনি বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার ব্যবহার করে যোগাযোগ রক্ষার কাজ করতেন।

ধৃত চার জনের নাম র‌্যাবের নিখোঁজ তালিকায় আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। এই চার জনের সঙ্গে আর কে বা কারা এই ডেরায় যাতায়াত করত তাও বের করার চেষ্টা হচ্ছে বলে  জানিয়েছেন মুফতি মাহমুদ।

মুফতি আরও বলেন, ‘ধৃতরা প্রাথমিক জেরায় স্বীকার করেছে, প্রত্যেক প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণত সাত থেকে আট জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে অস্ত্র চালনা, বোমা বানানো এবং শারীরিক কসরতের প্রশিক্ষণ দেওয়া হত।’ ধৃত চার জঙ্গি ‘নাশকতার পরিকল্পনা’ করছিলেন বলেও স্বীকার করেছেন, দাবি র‌্যাবের। এই দলটির মাথা ছিলেন ধৃত মাহমুদুর হাসান। মাহমুদুর জেএমবি দক্ষিণাঞ্চল শাখার মাথায় ছিলেন।