ঢাকা, মে ৭, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৫:৩২:৪২

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ডা. আইভী

| ১০ অগ্রহায়ন ১৪২৩ | Thursday, November 24, 2016

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনে আমি প্রথমে সেনাবাহিনী মোতায়েন চাইলেও পরে বলেছিলাম সেনাবাহিনী প্রয়োজন নেই, জনগণ-ই আমার সেনাবাহিনী। এবারো বলছি সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই, জনগণই আমার সেনাবাহিনী।
আজ বেলা সাড়ে এগারোটায় নারায়ণগঞ্জ ক্লাবে স্থাপিত নির্বাচনী কার্যালয়ে সেলিনা হায়াৎ আইভী মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ রাশু, মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি রফিউর রাব্বি, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম।
এর কিছুক্ষণ পরেই মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনিত প্রার্থী এডভোকেট সাখাওয়াৎ হোসেন। এ সময় তার সাথে ছিলেন সাবেক এমপি গিয়াস উদ্দিন, আবুল কালাম, আতাউর রহমান আঙ্গুর, জেলা বিএনপি’র সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল।
মনোনয়নপত্র দাখিলের পর বিএনপি প্রার্থী সাখাওয়াৎ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান।
এ পর্যন্ত নয়জন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুপুর দেড়টা পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল মনোনয়নপত্র জমা দিয়েছেন।