ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০১:৩৩:৪০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা নেই: আমু

| ৩ কার্তিক ১৪২৫ | Thursday, October 18, 2018

আমির হোসেন আমু-আইনশৃঙ্খলা

 ফাইল ছবি

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে।বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত্র মন্ত্রিসভার বৈঠকের পর এ কথা বলেন তিনি।

সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া থাকলেও বিভিন্ন দল এখন নির্বাচনমুখী বলে জানান আমু। বলেন, সরকারের বিরুদ্ধে কিছু দল রাস্তায় নামবে বলে ঘোষণা দেয়া হচ্ছে। তবে সেগুলো নিয়ে শঙ্কিত নয় সরকার। সংবিধান অনুযায়ী দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং সে নির্বাচনে সব দল অংশ নিবে।

এক প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে, এমন অভিযোগ ঠিক নয়। উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

এছাড়া বিএনপির নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা হচ্ছে বলে যেসব অভিযোগ রয়েছে তাও ঠিক নয় বলে জানান শিল্পমন্ত্রী।