ঢাকা, মে ৭, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১১:০৪:০১

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

নিজের রোপণ করা চন্দন গাছের কাঠে সুরঞ্জিতের দাহ

| ২৪ মাঘ ১৪২৩ | Monday, February 6, 2017

নিজের হাতে লাগানো চন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে।  এরই মধ্যে চন্দন গাছটি কেটে কাঠও তৈরি করা হয়ে গেছে।

সোমবার দিরাইয়ের আনোয়ারপুরে নিজ বাড়ির পাশে তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হবে।

সুরঞ্জিত সেনগুপ্তের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার সুজিত রায় জানান, চৌদ্দ-পনের বছর আগে সুরঞ্জিত সেনগুপ্ত নিজের হাতেই বাড়ির আঙ্গিনায় চন্দন গাছটি লাগিয়েছিলেন।  যখনই তিনি দিরাইয়ের বাড়িতে যেতেন, নিজের হাতেই গাছটির দেখভাল করতেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদকে বৃক্ষপ্রেমিক উল্লেখ করে তিনি আরো বলেন, তার নিজের হাতে তৈরি করা বাগানে প্রচুর পরিমাণ মেহগনি, সুন্দরী ও সেগুন গাছসহ ফল-ফলাদির গাছ আছে।  সময় পেলে তিনি নিজ হাতেই এসব গাছের দেখভাল করতেন।

রোববার ভোরে ৪টা ২৯ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত।  তার মৃত্যুতে দিরাই উপজেলা আওয়ামী লীগ ৩ দিনের শোক ঘোষণা করেছে।  সকালে দিরাই জগন্নাথ মন্দিরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ৯টায় তার মরদেহ সিলেটে আনা হবে।  সকাল ১০ টায় সেখানে সবস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন।  বেলা ১১টায় মরদেহ যাবে সুনামগঞ্জে।  সেখান থেকে সাল্লায় নিজ নির্বাচনী এলাকায়।   পরে মরদেহ দিরাইয়ে তার বাসভবনে আনা হবে।  সেখানে আনুষ্ঠানিকতা শেষে ওই দিন বিকেলে আনোয়ারপুরে দাহ করা হবে।