ঢাকা, মে ২, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৫:৫২:১৯

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

নারীর দিকে ১৪ সেকেন্ড তাকালেই শাস্তি!

| ৩ ভাদ্র ১৪২৩ | Thursday, August 18, 2016

কোনো নারীর দিকে কেউ একনাগাড়ে ১৪ সেকেন্ড তাকালেই আইন অনুযায়ী ওই ব্যক্তির জেল হতে পারে। ভারতের কেরালা রাজ্যের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ মন্তব্যে করেছেন। তার ওই মন্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। ওই রাজ্যের এক মন্ত্রী ‘বিরক্তিকর’ মন্তব্য করেছেন ।

রাজ্য শুল্ক বিষয়ক কমিশনার রিশিরাজ সিং বলে ​ন, ‘১৪ সেকেন্ড একজন নারীর দিকে তাকিয়ে থাকলে কেউ তাকিয়ে থাকলে আইনে জেলে পাঠানোর কথা বলা আছে। যদি এ নিয়ে মামলা করা যায়, তবে তিনি এ আইন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।’ দুই দিন আগে কোচিতে একটি দাতব্য প্রতিষ্ঠান আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।

গুন্ডা বা মাস্তানদের থেকে নিজে​​দের রক্ষা করতে ব্যাগে ছুরি ও পি​পার স্প্রে রাখতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিশিরাজ সিং। তিনি বলেন, এগুলো আপনাদের রক্ষা করবে। তিনি বলেন, ‘আপনারা কি ব্যাগে ছুরি রাখেন? আপনারা কি পিপার স্প্রে বহন করেন? এমন ব্যবস্থা নেওয়ার বা সতর্কতা গ্রহণে সময় এখনই।’

রিশিরাজ সিংয়ের এসব কথায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এরপরই কেরালার ক্রীড়া মন্ত্রী ই পি জয় রাজন একে ‘বিরক্তিকর’ বলে মন্তব্য করেছেন। তিনি সাংবাদিক​দের বলেন, ‘একজন আমলার এমন মন্তব্য বিরক্তিকর। যদি একজন আমলার এমন মন্তব্য বিধিবহির্ভূত হয় তবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনাকারীরা লিখেছেন, বিয়ের জন্য কোনো নারীকে তার বাড়িতে দেখতে গিয়ে ১৪ সেকেন্ডের বেশি তাকালে কি জেলে যেতে হবে? কেউ কেউ আবার মজা করে জানতে চেয়েছেন, কেউ যদি এক পলকে ১৪ সেকেন্ড না তাকিয়ে কিছুক্ষণ বিরতি দিয়ে চোখ মিলিয়ে আবার নারীর দিকে তাকিয়ে তাহলে কি হবে। কেউ চোখে সানগ্লাস পরে নারীর দিকে ​তাকালে কি হবে?