ঢাকা, মে ৮, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৯:২৩:৩০

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

নারীদের ইমামতি করার বিধান শরিয়তে নেই: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক

| ২৪ অগ্রহায়ন ১৪২৩ | Thursday, December 8, 2016

নারীরা মসজিদে নামাজ পড়ছেন

বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজল বলেছেন কোরান-হাদিসের বিধানমতে নারী সম্প্রদায়ের ইমামতি করার কোনও বিধান নেই।

ডেনমার্কে মারিয়াম মসজিদের নামাজিরা যেমন সবাই নারী, তেমনি সেই মসজিদের ইমামতিও করেন একজন নারী।

এর আগে আমেরিকা, কানাডা এবং দক্ষিণ আফ্রিকায় এরকম নারী ইমামতিতে নামাজের ব্যবস্থা চালু হয়েছে।

কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশে, নারীদের ইমামতি করার কোন উদাহরণ কি আছে?

বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজল এ প্রসঙ্গে বলেছেন “কোরান-হাদিসের বিধানমতে এবং চৌদ্দশো বছরের ইসলামিক বিধিবিধান অনুসারে যেভাবে পৃথিবীতে এবাদত বন্দেগী চলছে তাতে নারী সম্প্রদায়ের ইমামতি করার কোনও বিধান নেই।”

কিন্তু যারা নারী ইমামতিতে নামাজের ব্যবস্থা চালু করেছেন তারা বলছেন নবীর মুহাম্মদের সময় আরবের মসজিদে আয়েশা রা: নারীদের নামাজে ইমামতি করতেন, যেটি নবী নিজেও অনুমোদন করেছিলেন।

এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলছেন “এটা সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্তিমূলক কথা। এরকম কিছু মিথ্যা হাদিসের বরাত দিয়ে কেউ কিছু বলে থাকেন,তবে এ বিষয়ে কিছু আমার জানাতে নাই। সাত-আট বছর আগে আমেরিকাতে এক ভদ্রমহিলা এই কাজ করতে চাচ্ছিলেন, বিশ্ববাসী মেনে নেয় নাই”।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলছেন, তাঁর জানামতে মুসলমানদের কোনও মসজিদ, যারা নবীজীর উম্মত তাদের মসজিদে নারীরা ইমামতি করছেন না।

বাংলাদেশের কিছু মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা আছে, কিন্তু বিশ্বের সুন্নী বা শিয়া কোনও সম্প্রদায়েই নারীদের ইমামতির সুযোগ শরিয়তের বিধানে নাই বলে উল্লেখ করছেন শামীম মো. আফজল।

মি: আফজল বলছেন “নারীদের জন্য পর্দার আড়াল থেকে একজন পুরুষ ইমামতি করেন। বিশ্বের কোনও মুসলিম দেশে এমন কিছু নাই। নবী করিম জীবনদশা যে বিধান রেখে গেছেন এটা পরিপূর্ণ, তার সাথে যোগ করা বা বিয়োগ করার কোন এখতিয়ার নেই”।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজল বলছেন, যেসব মসজিদে নারীরা ইমামতি করছেন সেগুলো শরিয়াহসম্মত বা ইসলামসম্মত নয় বলে মনে করেন তিনি।”আমার জানামতে মুসলমানদের কোনও মসজিদ, যারা নবীজীর উম্মত তাদের মসজিদে এমনটা করছেন না।

এটা আন্তর্জাতিক কোনও ফেতনা সৃষ্টির ষড়যন্ত্র বলেই আমি মনে করি”-বলেছেন শামীম মো. আফজল।উত্তর ইউরোপের প্রথম নারী ইমাম ডেনমার্কের মারিয়াম মসজিদের শিরিন খানকান