ঢাকা, মে ৮, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২২:৩৬:০৭

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

নাঃ গঞ্জে মহা সমারোহে শান্তিপূর্ণভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত।

| ২৩ আষাঢ় ১৪২৩ | Thursday, July 7, 2016

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসবর  শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শনিবার (৬ জুলাই) থেকে শুরু হয়েছে। আগামী ১৪ই জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব সমাপ্তি ঘটবে।এ উপলক্ষে হিন্দু ধর্মালম্বী সংগঠন মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) রথ যাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। গত ৩ বছরের মত এবারও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে দেওভোগ আখড়য়।বুধবার সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান। এর মধ্যে থাকবে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও ধর্মীয় নাটক মঞ্চায়ন।আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সকালে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করে। উক্ত অনুষ্ঠানে বুধবার দুপুর ৩টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে রাধাগোবিন্দ মন্দির শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নারায়ণগঞ্জ জেলার সাবেক জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল।এছাড়াও ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক অনিছুর রহমান মিঞা।শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ নারায়ণগঞ্জ জেলার প্রাক্তন সভাপতি রঞ্জিত কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী, নারায়ণগঞ্জ সিভিল সার্জন আশুতোষ দাস,জাতীয় হিন্দু মহাজোট কেন্দীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মনিক চন্দ্র সরকার,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুইজন প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির ও শারমিন হাবিব বিন্নী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দাকার খোরশেদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার সভাপতি গোপীনাথ দাস, ইয়ার্ণ মার্চেন্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জের সভাপতি লিটন সাহা, সরকারি তোলারাম কলেজের সাবেক উপাধক্ষ্য প্রফেসর নিপেন্দ্র নাথ ভদ্র, শিক্ষক সম্পাদক প্রফেসর জীবন কৃষ্ণ মোদক,  অ্যাডভোকেট শুকচাঁদ সরকার প্রমুখ।আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ জ্বলিয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন হয়।পরে ইসকন উদ্যোগে রাজা লক্ষীনারায়ণ জিউর মন্দিরের মন্ডপপ্রাঙ্গন থেকে বর্ণাঢ্য সাজে বিশাল রথে শ্রী জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের বিগ্রহসহ বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রদান সড়ক প্রদর্শন করে টানবাজারের সাহাপাড়ায় গিয়ে সমাপ্ত হয়। রথযাত্রা উপলক্ষে আখড়া মন্দিরে মেলা প্রাঙ্গনসহ জেলার বিভিন্ন স্থানে নানা ধর্মীয় অনুষ্ঠান ও মেলা শুরু হয়েছে।