ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২০:৫৬:১৮

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

নবম ওয়েজবোর্ডে গঠনের দাবিতে ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

| ৫ মাঘ ১৪২৩ | Wednesday, January 18, 2017

ঢাকা: নবম ওয়েজ বোর্ডে গঠনের দাবিতে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে সাংবাদিকরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।
আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে সাংবাদিক নেতারা বলেছেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ডে গঠন করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে দাবি আদায় করা হবে।
প্রিন্ট মিডিয়ার সঙ্গে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকেও অন্তর্ভুক্ত করে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করার জন্য দাবি জানিয়ে সাংবাদিক নেতৃবন্দ বলেন, দাবি আদায়ের জন্য আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় ও বিভাগীয় পর্যায়ে সভা-সমাবেশ করা হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে এই সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
ডিইউজে’র সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসূদন মন্ডল, বিএফইউজে’র সাবেক মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কুদ্দুস আফ্রাদ, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পূলক, ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বিএফইউজে’র সাবেক কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, ডিইউজের প্রচার সম্পাদক আকতার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে জান্নাত সীমা প্রমুখ। ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সভা পরিচালনা করেন।
সমাবেশে মনজুরুল আহসান বুলবুল বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠন করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি দাবি আদায়ের আন্দোলনে সাংবাদিকদের আরো সোচ্চার হওয়ার আহবান জানান।
বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, গত ৩১ ডিসেম্বর ওয়েজবোর্ড ঘোষণা না করে তথ্যমন্ত্রী ওয়াদা ভঙ্গ করেছেন। তিনি বলেন, কিভাবে ওয়েজ বোর্ড আদায় করতে হবে সাংবাদিকরা তা জানেন। রাজপথে আন্দোলন করেই ওয়েজবোর্ড আদায় করা হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।