ঢাকা, মে ৪, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:০০:৩০

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

দোল যাত্রা নিয়ে সাম্প্রদায়িক উস্কানী: আইনজীবী তুহিন মালিক’র বিরুদ্ধে মামলা

| ১৮ বৈশাখ ১৪২৪ | Monday, May 1, 2017

Image result for মামলা

সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দুদের) দোলযাত্রার ইতিহাস নিয়ে নিজের ফেসবুকে কুরুচিপূর্ণ, সাম্প্রদায়িক উস্কানীমূলক এবং ধর্মীয় বিশ্বাস ও অনুভুতিতে আঘাত করার অভিযোগ এনে আইনজীবি ড. তুহিন মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মানবাধিকার কর্মি।

জাস্টিস ফর হিন্দুস JUSTICE FOR HINDUS (USA) এর বাংলাদেশের কান্ট্রি চেয়ার পিনাকী দাস বাদী হয়ে রোববার (৩০এপ্রিল) ঢাকা ডিএমপির গেন্ডারিয়া থানায় তুহিন মালিকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ২০১৩ এর ৫৭ ধারার এ মামলাটি দায়ের করেন।

বাদী পিনাকী দাস মামলায় অভিযোগ করেছেন, গত ১৬ মার্চ রাতে তুহিন মালিকের ফেসবুক পেজে সনাতন তথা হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রার উৎপত্তি/উৎস/ইতিহাস সম্পর্কে ভিত্তিহীন, মনগড়া, কুরুচিপূর্ণ উস্কানীমূলক ও অলিক কল্পনা প্রসুত একটি পোষ্ট দেখতে পান।

তুহিন মালিকের নিজের দেয়া পোস্টটিতে হোলি বা দোল যাত্রার ইতিহাস নিয়ে  ভগবান শ্রী কৃষ্ণ ও  দেবি রাধাকে নিয়ে মিথ্যা কাহীনি লেখা হয়।

হিন্দুদের ধর্মীয় বিশ্বাস ও ধর্মানুভুতিতে আঘাতের পাশাপাশি বিদ্বেষমূলক এবং সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো হয় ওই পোস্টের লেখায়।

প্রসঙ্গত, আইনজীবী ড. তুহিন মালিক এর আগেও  হিন্দু ধর্ম নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্ক ও বিদ্বেষ সৃষ্টি করেছেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি ফেসবুকে তুহিন মালিকের করা দোল উৎসব নিয়ে সাম্প্রদায়িক ওই পোস্টটির লেখা বাদী পিনাকী দাস মামলাটিতে পরিস্কার ভাবেই উল্লেখ করেছেন।তবে সাম্প্রদায়িক স্পর্সকতর হওয়ায় এ সংবাদে তা উল্লেখ করা হয়নি।

এদিকে মামলার বাদী পিনাকী দাস ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠী এলাকার মুক্তিযোদ্ধা দম্পতি পার্থ সারথি দাস ও রমা দাসের ছেলে।

পিনাকী দাস ঝালকাঠি সময়কে বলেন, বিষয়টি আমার ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে। সাম্প্রদায়িক ও মৌলবাদ লালনকারী এই মিথ্যাচারী তুহিনের যথাযথ বিচার দেখতে চাই আমি, বলেন পিনাকী দাস।