ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:২৬:১৫

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

দেশে গো-হত্যা নিষিদ্ধ করতে কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের

| ১৬ শ্রাবণ ১৪২৩ | Sunday, July 31, 2016

cowআগামী ছ’ মাসের মধ্যে দেশে গোহত্যা নিষিদ্ধ করতে হবে৷ কেন্দ্রীয় সরকারকে এমনই নির্দেশ দিল হিমাচল প্রদেশ হাইকোর্ট৷ পাশাপাশি ছ’মাসের মধ্যে গোরু কেনা-বেচা, গোমাংস বা গোমাংস থেকে তৈরি খাবার বিক্রি নিষিদ্ধ করার নির্দেশও জারি করেছে উচ্চ আদালত৷

শুক্রবার এই রায় ঘোষণার সময় কেন্দ্রের দাবি খারিজ করে বিচারপতি বলেন, গো হত্যা বন্ধের বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারে পড়ে৷তাই রাজ্য সরকারগুলিকেই সেই উদ্যোগ নিতে হবে৷আদালত আরও জানিয়েছে, গোরু শুধু অর্থনৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়৷ এই প্রাণীর সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় আবেগ৷

এদিন ২০১৫ সালের ১৪ অক্টোবর হাইকোর্টের দেওয়া নির্দেশের কথা তুলে ধরে বিচারপতি রাজীব শর্মা এবং বিচারপতি সুরেশ্বর ঠাকুরের বেঞ্চ জানায়, ‘‘গো-হত্যা নিষিদ্ধ করতে যথাযথ আইন প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছিল৷ দেওয়া হয়েছিল৷ আদালত সেই নির্দেশই বহাল রাখছে৷ ছ’মাসের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে৷ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য আদালতের সেই নির্দেশের একটি কপি জাতীয় আইন কমিশনের কাছেও পাঠানো হচ্ছে৷”

উল্লেখ্য, এই বিষয়ে হিন্দু সংগঠন ভারতীয় গোবংশ রক্ষণ সংবর্ধন পরিষদের দায়ের করা আবেদনের ভিত্তিতে শুক্রবার এই রায় দেয় হিমাচল প্রদেশ হাইকোর্ট৷ ওই সংস্থার দায়ের করা আবেদনে আরও বলা হয়েছে, ‘‘আমাদের দেশে গোরুর জন্য প্রয়োজনীয় খাদ্য, ওষুধ এবং রক্ষণাবেক্ষণের পরিকাঠামো নেই৷ এদেশে গোরু পরিত্যক্ত৷ হমেশাই বাইরেরে দেশে পাচার করে দেওয়া হচ্ছে৷ সেখানে জবাই করা হচ্ছে গোরু৷ গো-রক্ষার্থে আধুনিক গোশালা গড়ে তোলার প্রয়োজন রয়েছে৷”

গোহত্যা নিয়ে এর আগে একাধিক ঘটনায় তোলপাড় হয়েছে দেশ৷গত বছর গোমাংস খাওয়ার অভিযোগে পিটিয়ে মারা হয়েছিল মহম্মদ আকলাখ নামে এক বৃদ্ধকে৷ এই ঘটনার পর গোটা দেশে সমালোচনার ঝড় ওঠে৷ কয়েকদিন আগে গুজরাতে উনায় গো-মাংস বিক্রি ও চামড়ার চোরাকারবার চালানোর অভিযোগে চার দলিত যুবককে বিবস্ত্র করে গাড়ির সঙ্গে বেঁধে বেধড়ক পেটায় পাঁচ ‘গো-রক্ষাকারী’৷ এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে সংসদ৷
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর কেয়কটি রাজ্য গো-মাংস নিষিদ্ধ করে বিজেপি সরকার৷