ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৩:০০:০৩

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

দেশের ৩ প্রকল্পে ভারতের ৬৪ কোটি টাকা অনুদানের চুক্তি স্বাক্ষর আগামীকাল

| ২৬ চৈত্র ১৪২৪ | Monday, April 9, 2018

ঢাকা : ভারত সরকার বাংলাদেশের তিনটি ছোট প্রকল্পে ৬৪ কোটি টাকা অনুদান দিবে। প্রাথমিক শিক্ষার তিনটি প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন এবং সড়ক অবকাঠামোগত খাতে এই অনুদান দেয়া হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সংশ্লিষ্ট কর্মকর্তা রোববার বাসসকে জানায়, বাংলাদেশের তিনটি প্রকল্পে ভারত সরকারের ৬৪ কোটি টাকা অনুদানের চুক্তি সোমবার স্বাক্ষরিত হবে।
কর্মকর্তা জানান, আগামীকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইআরডি সচিব কাজি শফিকুল আজম ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই করবেন।
তিনি বলেন, এই প্রকল্পগুলো হলো বাংলাদেশের ৫০৯টি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনে কম্পিউটার, প্রয়োজনীয় সরঞ্জাম এবং আসবাবপত্রের জন্য ২৫ কোটি টাকা অনুদান দিবে। এছাড়া পর্বত্য চট্টগ্রাম কমিউনিটি কমপ্লেক্স স্থাপন প্রকল্পে ১৩ কোটি ৯২ লাখ টাকা অনুদান দেয়া হবে। এর আওতায় রাঙ্গামাটিতে একটি ইনিস্টিটিউট ও একটি অডিটোরিয়াম স্থাপিত হবে।
এছাড়াও ভারত সরকারের পক্ষ থেকে রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক সংস্কার ও উন্নয়নে ২৫ কোটি টাকা অনুদান দেয়া হবে।