ঢাকা, মে ৩, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:০৩:০৮

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির সাথেে হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় : ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে এগিয়ে আসতে রাষ্ট্রপতির আহবান

| ১৫ আশ্বিন ১৪২৪ | Saturday, September 30, 2017

ঢাকা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে এবং দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, বর্তমানে ধর্মীয় উগ্রবাদ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, মানবতাই ধর্মের শাশ্বত বাণী। কোনো ধর্মই সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ সমর্থন করে না। উগ্রবাদ অসহিষ্ণুতার জন্ম দেয়, সামাজিক শৃঙ্খলার বিঘœ ঘটায়। হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ বঙ্গভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। আবদুল হামিদ বলেন, ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে আসার আহ্বান জানায়, অন্যায় ও অসত্য থেকে দূরে থাকতে ও মানবতার মুক্তির পথ দেখায়। রাষ্ট্রপতি বলেন, আমাদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐহিত্য। এ ঐতিহ্যকে সম্মিলিতভাবে লালন করতে হবে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন সুসংহত করতে হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তাঁর পত্নী রাশিদা খানম আজ প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, সংসদ সদস্যবৃন্দ, কয়েকটি দেশের কূটনীতিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সে সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল মানিক চন্দ্র সরকার। বঙ্গভবনে ১১টা থেকে ১.৩০মিঃ পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

Image may contain: 10 people, people smiling, people standing