ঢাকা, মে ৯, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:৫২:৫৫

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

দুর্গাপূজার প্যান্ডেলে হামলা ভাঙ্গচুর

| ৩ আশ্বিন ১৪২১ | Thursday, September 18, 2014

দুর্গাপূজার প্যান্ডেলে হামলা ভাঙ্গচুর

ভোলা শহরের বিরেন্দ্র বিজয়রায় চৌধুরী বাড়ি মন্দিরে দুর্গাপূজার প্যান্ডেলে সোমবার সকালে হামলা চালিয়ে ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া ফটো সাংবাদিক ছবি তুলতে গেলে তার ক্যামেরা ভাঙ্গচুরের চেষ্টাসহ তাকে হুমকি দেয়া হয়।

এ ঘটনায় ভোলা হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

স্থানীয়রা জানন, বিরেন্দ্র বিজয়রায় চৌধুরী বাড়ি মন্দিরের জমি নিয়ে র্দীঘ দিন ধরে সার্কুলার রোডের ইউনুস মিয়ার সাথে ৯৭ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

এ নিয়ে আদালতে মন্দির কর্তৃপক্ষের সাথে ইউনুস মিয়ার মামলা চলছে। বিরোধপূর্ন জমিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্দির কতৃপক্ষ প্যান্ডেল নির্মান করতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙ্গচুর করে।

মন্দিরের সেবাহিত বাবুল জানান, তারা গত দুই দিন পূজার প্যান্ডেলের কাজ করছিলেন। সোমবার সকালে মন্দিরের জমির দাবীদার ইউনুস মিয়ার ছেলে রাজিব এর সাথে উভয়ের মধ্যে ধাক্কা ধাক্কি হয়।

অপর দিকে খবর পেয়ে দৈনিক বাংলার কন্ঠের ফটো সাংবাদিক লক্ষন চন্দ্র দাস ছবি তুলতে গেলে তাকে ইউনুস মিয়া বাধা দেয়। তার ক্যামেরা ভাঙ্গচুর করবে বলেও হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউনুস মিয়ার ছেলে রাজিব বলেন, “যে স্থানে মন্দির রয়েছে ওই জমি নিয়ে আদালতে ষ্ট্যাটাস রয়েছে। তাই আমরা প্যান্ডেল নির্মানে বাধা দিয়েছি।”

ভোলা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে জানান, এ ব্যাপারে ভোলা থানায় একটি জিডি করার প্রস্তুতি চলছে। এ ঘটনা  হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। পূজা শেষ হওয়া পর্যন্ত অস্থায়ী ক্যাম্প স্থাপনের সিদ্বান্ত ইতোমধ্যে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, ভাঙ্গচুরের ঘটনায় কেউ মামলা না করায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।