ঢাকা, মে ২, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২০:১০:১৪

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

দুদকের অভিযানে ২২০ জন গ্রেফতার: নতুন অভিযোগ ৫ হাজার

| ১৪ শ্রাবণ ১৪২৩ | Friday, July 29, 2016

দুদকের অভিযানে ২২০ জন গ্রেফতার: নতুন অভিযোগ ৫ হাজারঢাকা: নতুন কমিশনের চার মাসের অভিযানে ২২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুদকের মামলায় অভিযুক্ত ও অনুসন্ধানকৃত মামলাসমূহের আসামিদেরকে ক্রমান্বয়ে গ্রেফতার করা হচ্ছে। তবে সজেকা’র অনেক গ্রেফতারের তথ্য এখনও হাতে এসে পৌঁছায়নি।’

উল্লেখ্য, দুদকের চেয়ারম্যান হিসেবে ইকবাল মাহমুদের নেতৃত্বে ১৪ মার্চ কমিশন পুনর্গঠনের পর দুর্নীতির অভিযুক্ত মামলায় গ্রেফতার অভিযান জোরদার করা হয়। সারা দেশে প্রতিদিনই গ্রেফতার অভিযান চলাচ্ছে দুদক।

সূত্র জানায়, জানুয়ারি হতে জুন পর্যন্ত মোট অভিযোগ পাওয়া গেছে ৫ হাজার ১১৪টি। এর মধ্যে ৩৯৫ টি অভিযোগ কমিশন যাচাই বাছাই করে অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। ২০৫টি অভিযোগ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিভিন্ন বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সূত্র আরো জানায়, কিছু কিছু অভিযোগে সুনির্দিষ্ট তথ্য উপাত্য না থাকায় এবং কমিশনের তফসিলভুক্ত না হওয়ার কারণে গ্রহণ করা হয়নি। এমন অভিযোগের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন থেকে ২৪টি প্রতিবেদন অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে।

শুধু গত মাসেই দুদকে অভিযোগ পাওয়া গেছে ১ হাজার ১১৭টি। তন্মধ্যে ১১০টি অভিযোগ কমিশন যাচাই- বাছাই করে অনুসন্ধানের জন্য গ্রহণ করেছে। ৬৯  টি অভিযোগ আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহে পাঠানো হয়েছে। প্রাপ্ত অভিযোগের মধ্যে ৯৯৮ টি তথ্য প্রমাণের অভাবে বাতিল করা হয়েছে এবং সংবাদ মাধ্যমের তথ্যে ভিত্তিতে ৩টি অভিযোগ দুদকের অনুসন্ধানের জন্য গৃহীত হয়েছে।

জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের আর্থিক দুর্নীতির পরিমান খুব বড় অঙ্কের না। এমন আসামি ছাড়াও বিলিয়ন মিলিয়ন টাকা ও সম্পদের দুর্নীতির দায়ে অভিযুক্ত আসামিরা কোট থেকে বেইল নিয়ে পার পেয়ে যাচ্ছে।