ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:১০:১৪

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

দুই অর্থ বছরে বিমানের মুনাফা ৬শ’ কোটি টাকা

| ২২ মাঘ ১৪২৩ | Saturday, February 4, 2017

ঢাকা : জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ার লাইন্স উপর্যুপুরি দ্বিতীয় বারের মতো মুনাফা অর্জন করেছে। বিগত দুই অর্থ বছরে বিমান ৬শ’ কোটি টাকা মুনাফা অর্জন করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানের ২০১৫-১৬ অর্থবছরে কর পরবর্তী নীট মুনাফা অর্জন করেছে ২৭৬ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে কর পরবর্তী মুনাফার পরিমান ছিল ৩২৪ কোটি টাকা এবং ২০১৫-১৬ অর্থ বছরে বিমান রাষ্ট্রীয় কোষাগারে ৩১০ কোটি টাকা রাজস্ব কর প্রদান করেছে।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্স সুত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে বিমান যাত্রী বহন করেছে ২৩ লাখ ১৮ হাজার। যা আগের অর্থবছরে ছিল ২০ লাখ ২০ হাজার। কার্গো পরিবহন খাতে বিমান ২০১৫-১৬ অর্থ বছরে ৪০ হাজার ৯ শত মেট্রিক টন মালামাল পরিবহন করেছে। যা পূর্ববর্তী অর্থবছরের চেয়ে ৭ শতাংশ কম। মূলত গত ৮ মার্চ যুক্তরাজ্য সরকারের কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা জারী করার কারণে কার্গো পরিবহন তুলনামূলক কিছুটা কম হয়েছে।
বিমানে গ্রাহকের আস্থা এবং যাত্রী সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ২০১৩-১৪ অর্থবছরে বিমান যাত্রী পরিবহন করেছিল ১৫ লাখ ৭১ হাজার। ২০১৪-১৫ অর্থবছরে ২০ লাখ ২০ হাজার এবং ২০১৫-১৬ অর্থবছরে এ সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩ লাথ ১৮ হাজার। অর্থাৎ দুই বছরের ব্যবধানে বিমানে যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় ৮ লাখ।