ঢাকা, মে ৮, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৯:৫৩:২৯

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার

| ২৬ বৈশাখ ১৪২৩ | Monday, May 9, 2016


ঢাকা : ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীকে রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার পর এই নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার মফিজ উদ্দিন আহমেদ বাসসকে বলেন, আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করেছি এবং এর আশপাশে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ মে সুপ্রীম কোর্ট ১৯৭১ সালের আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদন্ডাদেশ বহাল রাখে। এরপর নিজামীর পরিবারের সদস্যরা কাশিমপুর কারাগারে গিয়ে তার সাথে দেখা করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ২০১৪ সালের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ফাঁসির দন্ডাদেশ দেয়। মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগের মধ্যে তার বিরুদ্ধে ৮টি অভিযোগ প্রমাণিত হয়। ওই রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর নিজামী আপিল করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মতিউর রহমান নিজামীকে রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।