ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:১৫:৪৪

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় মৈত্রী ট্রেন উদ্বোধন

| ২ বৈশাখ ১৪২৪ | Saturday, April 15, 2017

ঢাকা : ঢাকা কলকাতার মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় মৈত্রী ট্রেন আজ শুক্রবার সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী এটি দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর আরেকটি নববর্ষের উপহার বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আজ বিশেষ দিনে যাত্রীদের জন্য আরও একটি আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনটি চালু করা হলো। মন্ত্রী বলেন, রেল খাত এগিয়ে চলেছে, নতুন নতুন কোচ ও ইঞ্জিন আনা হচ্ছে। এর ফলে যাত্রীরা আরো উন্নত সেবা পাচ্ছে।
রেলমন্ত্রী এ সময় বলেন, রেল খাতে আরও অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে। সব প্রকল্প বাস্তবায়িত হলে রেলখাতের আমুল পরিবর্তন হবে।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী ট্রেন চলাচল করছে। আগে নন এসি ট্রেন চলাচল করত, আজ পয়লা বৈশাখ থেকে ট্রেনে সম্পূর্ণ এসি কোচ চলবে।
এর আসন সংখ্যা ৪৫৩। ১০টি কোচ দিয়ে সপ্তাহে ৬ দিন চলাচল করবে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।
এ অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন, রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।