ঢাকা, মে ৪, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২২:৩৩:৫৯

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

ডিসেম্বরের মধ্যে ১৮২ উপজেলায় শতভাগ বিদ্যুৎ

| ১৪ চৈত্র ১৪২৩ | Tuesday, March 28, 2017

ঢাকা : বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে ভিশন-২০২১ বাস্তবায়নের পদক্ষেপকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকার আগামী ডিসেম্বরের মধ্যে ১৮২টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ বাসসকে জানান, সরকার ২০২১ সালের মধ্যে প্রতিটি গৃহ ও সকল জনগনকে বিদ্যুৎ সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৮০ ভাগ লোক বিদ্যুৎ পাচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার ৩৮৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আমরা একশ’টি উপজেলায় জুনের মধ্যে প্রায় শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হব এবং এ বছরের ডিসেম্বরের মধ্যে বাকি উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
বিদ্যুৎ উৎপাদনে দেশকে স্বাবলম্বী করতে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ২০২১ সালের মধ্যে প্রতিটি উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন,বিদ্যুৎ উৎপাদনে সরকারের সিদ্ধান্ত দেশে বিনিয়োগ পরিবেশ সৃষ্টি এবং দ্রুত উন্নয়নে অবদান রাখছে।
আরইবি সূত্র জানায়, সংস্থাটি ২০২১ সালের মধ্যে ৫৭ লাখ প্রি-পেইড মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে।