ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:৩২:৩০

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

ঝুঁকিতে থাকা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করুন : ইইউ

| ১০ জ্যৈষ্ঠ ১৪২৩ | Tuesday, May 24, 2016

 

বাংলাদেশে সাম্প্রতিক হামলায় জড়িতদের বিচারের আওতায় এনে এবং ঝুঁকিতে থাকা সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সহিংসতার চক্র ভাঙতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশন প্রধানরা।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

বিবৃতিতে মিশন প্রধানরা বলেন, ‘এ ধরনের হামলা মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও বিশ্বাসের জন্য নজিরবিহীন হুমকি।’

এছাড়া এ ধরনের ঘটনা বহির্বিশ্বে মুক্ত ও সহিষ্ণু সমাজ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি এদেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধি বিনষ্ট করতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইইউভুক্ত দেশগুলোর দূতেরা এক্ষেত্রে সাম্প্রতিক বর্বর হামলা এবং ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু, মানবাধিকার কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও বিদেশিসহ হামলার শিকার ব্যক্তিদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেন।

একইসঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের সঙ্গে তাদের দেশের অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদারে আগ্রহের কথাও জানান তারা।